প্রকাশিত হল অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৫৬.৪৯ শতাংশ। এবার মাধ্যমিকে প্রথম হয়েছে রক্তোৎপল সাইকিয়া। তার প্রাপ্ত নম্বর ৫৯৭। সবমিলিয়ে প্রথম দশে আছে ৫৫ জন।
অসমের মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এবার মোট ৪০৫,৫৮২ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ২২৯,১৩১ জন উত্তীর্ণ হয়েছে (৫৬.৪৯ শতাংশ)। উত্তর লখিমপুরের ছেলে রক্তোৎপল প্রথম হয়েছে। ৫৯৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে নলবাড়ির ভূয়সী মেথি। যুগ্মভাবে তৃতীয় স্থানে আছে পশ্চিম কার্বি আংলং জেলার মুদৃপবন কলিতা, ডিব্রুগড়ের লাবিব মুজিব এবং লখিমপুরের পার্থপ্রতিম দাস। তারা ৫৯৫ নম্বর পেয়েছে।
কীভাবে অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন (SEBA Class 10th Results 2022)?
১) অসম মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট sebaonline.org-তে যান।
২) হোম পেজে 'HSLC/ AHM Examination, 2022 Resultsfiber_new'-এর নীচে দুটি লিঙ্ক আছে - 'Link 1' এবং 'Link 2'। ‘Link 1’-এ ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং অন্যান্য তথ্য দিন। ‘View’-এ ক্লিক করুন।
৪) রেজাল্ট দেখতে পারবেন।
অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কীভাবে দেখবেন (Assam HSLC Result 2022)?
১) resultsassam.nic.in-তে যান।
২) হোম পেজে 'High School Leaving Certificate Examination (HSLC & AHM) Results 2022, Assam is now available'-এ লিঙ্কে ক্লিক করুন।
৩) 'High School Leaving Certificate Examination (HSLC & AHM) Results 2022, Assam, SEBA' লিঙ্কে ক্লিক করুন।
৪) তারপর রোল, নম্বর এবং সিকিউরিটি কোড দিয়ে 'Submit' করুন।
৫) রেজাল্ট দেখতে পারবেন।