ইতিমধ্যে স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া শুরু করেছে সেন্ট জেভিয়ার্স ও শ্রী শিক্ষায়তন কলেজ। তবে সেই পথে হাঁটল না আশুতোষ কলেজ।
দক্ষিণ কলকাতার কলেজের ওয়েবসাইটে জানানো হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী অনলাইনে ভরতি প্রক্রিয়া শুরু হবে। কোন বিজ্ঞপ্তি অনুযায়ী সেই প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি।
তবে গত ১৬ জুলাই উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তাতে জানানো হয়েছে, আগামী ১০ অগস্ট থেকে রাজ্যের সব কলেজে স্নাতক স্তরের ভরতির প্রক্রিয়া শুরু হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি আছে। সেই মোতাবেক আশুতোষ কলেজেও ১০ অগস্ট থেকে ভরতি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
তবে কতদিন ভরতি প্রক্রিয়া চলবে, ফি কাঠামো-সহ কোনও তথ্য জানানো হয়নি। সেজন্য নিয়মিত আশুতোষ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে। একইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (HT Bangla) আশুতোষ কলেজে ভরতি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।