IBPS RRB PO Mains RESULT 2024: Indian Banking Personnel Selection RRB PO Scale-I, II এবং III (আইবিপিএস আরআরবি পিও স্কেল-I, II & III অফিসার) অফিসার মেন পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। অফিসিয়াল ওয়েবসাইট ibps.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। নিজেদের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্মতারিখ বা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে রেজাল্ট দেখা যাবে বলে জানানো হয়েছে।
কীভাবে IBPS RRB পরীক্ষার ফলাফল দেখবেন?
১) IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে যেতে হবে।
২) তারপর হোমপেজে দেওয়া ‘CPR-RRB-XIII’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপরে আপনাকে গ্রুপ ‘এ’ নিয়োগের জন্য আরআরবি (সিআরপি-আরআরবি - দ্বাদশ)-এর জন্য সাধারণ নিয়োগ প্রক্রিয়া - অফিসার্স স্কেল-১ বা ২ বা ৩-এ ক্লিক করতে হবে।
৪) এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
৬) রেজাল্ট ডাউনলোড করে নিন। ভবিষ্যতের জন্য রেজাল্টের প্রিন্ট-আউট নিন।
রেজাল্ট প্রার্থীর নাম, রোল নম্বর, জন্মতারিখ, পরীক্ষার নাম, বাবা ও মায়ের নাম, শ্রেণি, পরীক্ষায় প্রাপ্ত নম্বর ইত্যাদি সঠিকভাবে পরীক্ষা করতে হবে। RRB PO Scale-I, II & III অফিসার মেইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৯ সেপ্টেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা ৩ এবং ৪ অগস্ট হয়েছিল। ফলাফল প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর।
IBPS RRB PO Mains 2024-র রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক
১) IBPS RRB PO Mains 2024 officer scale 1-র রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন
২) IBPS RRB PO Mains 2024 officer scale 2-র রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন
৩) IBPS RRB PO Mains 2024 officer scale 3-র রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন
IBPS RRB PO Mains 2024-তে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে?
আইবিপিএসের তরফে জানানো হয়েছে, এবার যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেটার মাধ্যমে গ্রুপ 'এ' অফিসার (স্কেল-I, II & III অফিসার) এবং গ্রুপ 'বি' অফিস অ্যাসিসট্যান্ট পদে ৯,৯২৩ জনকে নিয়োগ করা হবে। অর্থাৎ আইবিপিএসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ ব্যাঙ্কে প্রায় ১০,০০০ শূন্যপদ পূরণ করা হচ্ছে।