Bank Jobs: অনলাইনে আবেদন করতে হবে। PNB-এর অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in থেকে আবেদন করা যাবে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১২ জুন।
ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে মোট ১৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অনলাইনে আবেদন করতে হবে। PNB-এর অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in থেকে আবেদন করা যাবে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১২ জুন।
শূন্যপদের বিবরণ:
এই নিয়োগের মাধ্যমে ১৪৫ টি শূন্যপদ পূরণ করা হবে। ম্যানেজার(রিস্ক) - ৪০টি শূন্যপদ
ম্যানেজার (ক্রেডিট) - ১০০টি শূন্যপদ
সিনিয়র ম্যানেজার - ৫টি শূন্যপদ
আবেদনকারীদের বয়সসীমা:
ম্যানেজার পদের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২৫ বছর। সর্বোচ্চ ৩৫ বছর। ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স ধরা হবে। সিনিয়র ম্যানেজার (ট্রেজারি) পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৭ বছর।
PNB-র আবেদন ফি:
SC/ST/PWBD বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ৫০ টাকা। অন্যান্য প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা।