বাংলা নিউজ > কর্মখালি > Bank Jobs: ১০,০০০-এর পদে বেশি নিয়োগ প্রক্রিয়া শুরু, আবেদন চলবে ২ সপ্তাহের কম

Bank Jobs: ১০,০০০-এর পদে বেশি নিয়োগ প্রক্রিয়া শুরু, আবেদন চলবে ২ সপ্তাহের কম

প্রকাশিত হল আইবিপিএস আরআরবি পরীক্ষার (IBPS RRB Exam 2021) বিজ্ঞপ্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

দেখে নিন বিস্তারিত তথ্য।

প্রকাশিত হল আইবিপিএস আরআরবি পরীক্ষার (IBPS RRB Exam 2021) বিজ্ঞপ্তি। মঙ্গলবার (৮ জুন) থেকেই অফিসার স্কেল ১, স্কেল ২  ও স্কেল ৩ এবং অফিস অ্যাসিসট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

আইবিপিএসের (ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন) তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ১০,০০০-এর বেশি গ্রুপ ‘এ’ এবং গ্রুপ 'বি' পদে নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষদিন আগামী ২৮ জুন।

গুরুত্বপূর্ণ তারিখ : 

আবেদন শুরুর তারিখ - ৮ জুন, ২০২১। 

আবেদন শেষের তারিখ - ২৮ জুন, ২০২১। 

অনলাইনে ফি জমা দেওয়ার তারিখ - ৮ থেকে ২৮ জুন, ২০২১। 

পরীক্ষার আগে ট্রেনিংয়ের (Pre- Exam Training) কল লেটার ডাউনলোডের তারিখ - ৯ জুলাই, ২০২১।

পরীক্ষার আগে ট্রেনিং (Pre- Exam Training) - ১৯ থেকে ২৫ জুলাই, ২০২১। 

অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোডের সময় - জুলাই বা অগস্ট, ২০২১।

প্রিলিমিনারি পরীক্ষা - অগস্ট, ২০২১।

আবেদন ফি :

অফিসার এবং অফিস অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ৮৫০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৭৫ টাকা জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া :

দুটি পর্যায়ে অফিসার স্কেল ১ এবং অফিস অ্যাসিসট্যান্ট (মাল্টি-পারপাস) পরীক্ষা হবে। অর্থাৎ দুটি পর্যায়ে হবে অনলাইন পরীক্ষা - প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা। অফিসার পদের জন্য যে প্রার্থীরা সুযোগ পাবেন, তাঁদের  প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে হবে।

আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করুন

বন্ধ করুন