বাংলা নিউজ > কর্মখালি > Bank jobs: পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কে প্রায় ৬,০০০ শূন্যপদে নিয়োগ, শুরু প্রক্রিয়া

Bank jobs: পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কে প্রায় ৬,০০০ শূন্যপদে নিয়োগ, শুরু প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কের ৭৫টি শাখায় বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে।

গ্রাহক পরিষেবা ক্ষেত্রে প্রায় ৬,০০০ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরে সব শাখায় সম্পূর্ণ হবে সেই প্রক্রিয়া।

কোভিড অতিমারী পরিস্থিতিতে চাকরির বাজারে মন্থরতার মধ্যেই সুখবর পাওয়া গেল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। রাজ্য সমবায় ব্যাঙ্কের ৭৫টি শাখায় বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে বলে প্রশাসন সূত্রে খবর।

জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সমবায় ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা ক্ষেত্রে প্রায় ৬,০০০ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরে সব শাখায় সম্পূর্ণ হবে সেই প্রক্রিয়া। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রায় ১০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ওয়াকিবহাল সূত্রে খবর, আপাতত সমবায় ব্যাঙ্কে ক্লার্ক ও স্টাফ অফিসার পদে ৮০টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এর পর কিছু দিনের মধ্যে দফায় দফায় ৫,৯০০ শূন্যপদের জন্য চলবে নিয়োগ প্রক্রিয়া। 

জানা গিয়েছে, প্রান্তিক এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতেই ৭৫টি নতুন শাখা খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সমবায় ব্যাঙ্ক। প্রতিটি শাখায় কমপক্ষে দশ জন কর্মী নিয়োগ করা হবে। এ ভাবে ৭৫০ শূন্যপদে নিয়োগ করা হবে। 

পাশাপাশি, রাজ্যজুড়ে ২,৬৩১টি বৈধ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ সিএসপি খোলার কাজও এগিয়ে চলেছে। সেই সূত্রে প্রায় ৫,৫০০ নিয়োগের ব্যবস্থা হচ্ছে বলে খবর।

বন্ধ করুন