নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। ম্যানেজার সিকিউরিটি পদে কর্মী নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র এবং ক্যাশ ভাউচার ডাউনলোডের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি। নথিভুক্ত অফিসে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টে আবেদনপত্র পাঠানো যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিস্তারিত বিবরণ:
মোট শূন্যপদ- ১০০। এর মধ্যে ১৫টি আসন SC, ৮ টি আসন ST, ২৭টি আসন OBC, ১০টি আসন EWS এবং অসংরক্ষিত শ্রেণির জন্য ৪০টি আসন আছে।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
কাজের অভিজ্ঞতা :
সপ্তম CPC-র ম্যাট্রিক্স লেভেল বা ষষ্ঠ পে কমিশন অনুসারে গ্রেড পে ৫,৪০০টাকায় সেনা বা নৌবাহিনী বা বায়ুসেনাতে পাঁচ বছর অফিসার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
গেজেটেড পুলিশ বা প্যারামিলিটারি বা কেন্দ্রীয় পুলিশ সংস্থায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের পদে ষষ্ঠ পে কমিশন অনুসারে ৫,৪০০ টাকা গ্রেড পে'তে বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। SC/ ST মহিলা প্রার্থীদের শুধুমাত্র পোস্টাল চার্জ দিতে হবে।