আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিসিএস-এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা।চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত৷ হলে পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা মানতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি৷
পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা
১) বই, সব রকম ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনও ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষাকেন্দ্রে৷
২) পরীক্ষার হলের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র ও মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস-সহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া হবে৷
৩) পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে এবং সেই নির্দেশনা তাদের অনুসরণ করতে হবে৷
৪) পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা কানের উপর কোনও আবরণ রাখা যাবে নায কান খোলা রাখতে হবে৷ কানে শ্রবণযন্ত্র ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র-সহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে৷
পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার হলে কোনও পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থীপদ বাতিল-সহ ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক নেওয়া সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে৷
৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেবেন ২১ হাজার ৫৬ জন৷ এই বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন৷ উপস্থিতির হার ছিল ৭৫.৩৮৷ ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি৷ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে মোট ২ হাজার ১৩৫ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে৷
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)