NEET-UG 2022: বিশেষজ্ঞদের মতে, বর্তমানে NEET UG বা... more
NEET-UG 2022: বিশেষজ্ঞদের মতে, বর্তমানে NEET UG বাংলাতেও দেওয়া যায়। এতে আরও বেশি করে সুবিধা পাচ্ছেন বাংলা মিডিয়ামের পড়ুয়ারা। সেই কারণেই আরও ভাল ফলাফল। চলতি বছর NEET UG তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মোট ৬৪,৮০১ জন পরীক্ষায় বসেছিলেন।
1/7সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব বেশি পিছিয়ে নেই 'বাংলা মিডিয়ামে'র পড়ুয়ারা। ডাক্তারির প্রবেশিকা NEET UG 2022 এ সিবিএসই র মতোই ভাল ফলাফল পশ্চিমবঙ্গের বোর্ডের ছাত্রছাত্রীদের। বরং সংখ্যায় বেশি ই তারা। ছবি : হিন্দুস্তান টাইমস (ANI)
2/7NEET UG 2022 র বাংলার ডেটা বলছে,৩২৪ ৩৬০ নম্বরের পরিসরে, ১,৭৯৮ জন পরীক্ষার্থীই ছিলেন WBCHSE এর। অন্যদিকে CBSE র ৬০৪ জন পরীক্ষার্থীর নাম ছিল। ৩৬০ ৪৩২ নম্বরের ক্ষেত্রে, ১,০৩৯ CBSE র পরীক্ষার্থী ছিলেন। বাংলা মিডিয়ামের পরীক্ষার্থী ছিল ৩,১০৬ জন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (ANI)
3/7বিশেষজ্ঞদের মতে, বর্তমানে NEET UG বাংলাতেও দেওয়া যায়। এতে আরও বেশি করে সুবিধা পাচ্ছেন বাংলা মিডিয়ামের পড়ুয়ারা। সেই কারণেই আরও ভাল ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (ANI)
4/7চলতি বছর NEET UG তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মোট ৬৪,৮০১ জন পরীক্ষায় বসেছিলেন। গত বছরেই কিন্তু সংখ্যাটা অনেকটাই কম ছিল, ৩৫,১১৮ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস) (ANI)
5/7এর মধ্যে ৪২,১৩৬ জনের পরীক্ষার মাধ্যম ছিল বাংলা। আর তাঁদের মধ্যে ১১,০০৭ জন কোয়ালিফাইং নম্বর, ৩২৪ এর বেশি পেয়েছিলেন। (ছবিটি প্রতীকী, অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস) (ANI)
6/7তুলনাস্বরূপ, CBSE বোর্ডের NEET পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫,০৯৬ জন। আর সেখানে ৩,৬৯৮ জন ৩২৪ নম্বরের বেশি তুলতে পেরেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (ANI)
7/7বেশি নম্বরের পরিসরেও ফলাফল অনেকটা এমনই। তবে, একেবারে শীর্ষে, ৬৯৪ ৭২০ নম্বরের ক্ষেত্রে মোট ১১ জন CBSE বোর্ড থেকে পরীক্ষার্থী ছিলেন। এদিকে বাংলা মিডিয়ামের ছিলেন ৪ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (ANI)