রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি এন্টারপ্রাইজ থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সবার পেল্লাই পেল্লাই অফিস থাকবে খোদ বাংলাতেই। না, কোনও প্রতিশ্রুতি নয়। ইতিমধ্যেই বেঙ্গল সিলিকন ভ্যালিতে প্লট হাতে পেয়ে গিয়েছে বেশ কিছু বড় প্রযুক্তি সংস্থা। খুব বেশি অপেক্ষাও করতে হবে না। আগামী ২০২৫ সালের মধ্যেই রাজ্যের এই প্রযুক্তি কেন্দ্রের কাজ শেষ হয়ে যাবে। মাঝে করোনার জন্য সংস্থাগুলিকে প্লট প্রদানের গতি ধীর হয়ে গিয়েছিল। তবে এবার সেই কাজ দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করছে রাজ্য। আরও পড়ুন: Infosys শীঘ্রই কলকাতায় নতুন অফিস চালু করছে, বাংলার IT কর্মীদের জন্য সুখবর
সরকারের বিশ্বাস, কলকাতার নিউ টাউনে প্রায় ২৫০ একর জুড়ে গড়ে তোলা এই প্রযুক্তি কেন্দ্রে প্রায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। এই টেক হাবে প্রায় ৫০,০০০ কর্মীর প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষত প্রযুক্তি খাতে প্রশিক্ষিতদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর।
পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBHIDCO) প্লট হস্তান্তরের কাজের তদারকি করছে।
রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পরেই কোনও সংস্থা এই ধরণের প্লটের অনুমতিসূচক দখল পায়। প্লটের দখল পাওয়ার পর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI), পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং অগ্নি ও জরুরী পরিষেবা এবং অন্য বেশ কিছু অনুমোদন নিতে হয়। ফলে প্রক্রিয়াটি বেশ সময়সাধ্য।
'আইটি বিভাগ এই অনুমোদনের প্রক্রিয়াকে আরও স্মার্ট এবং দ্রুত করার বিষয়ে কাজ করছে। সংস্থাগুলি যাতে সিলিকন ভ্যালিতে নির্বিঘ্নে কার্যক্রম শুরু করতে পারে সেই বিষয়ে দেখভাল করা হচ্ছে। আমরা এটুকু বলতে পারি যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণের জন্য আমরা তৃণমূল স্তরে দ্রুত হারে কাজ করছি,' জানালেন তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয়।
২০১৮ সালের অগস্টে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোম্পানিগুলি টেক হাবে ভর্তুকি হারে জমি বরাদ্দ পেয়েছে। ৪০টিরও বেশি সংস্থা এই হাবে প্লট পেয়েছে। সরকার ইজারা চুক্তির ভিত্তিতে জমি বরাদ্দ করেছে।
'কোভিড পিরিয়ডে অনেক সময় নষ্ট হয়েছিল। আমরা সেই হারানো সময়টা পূরণ করার চেষ্টা করছি। আইটি বিভাগ এখন HIDCO-র সঙ্গে কাজ করছে। কোম্পানি টেক হাবে প্রাথমিক বরাদ্দ পাওয়ার পরেই প্লটের দখলের অনুমতি দেবে,' জানালেন এক সরকারি আধিকারিক। আরও পড়ুন: দশ বছরে সবচেয়ে কম বেতন বাড়বে IT কর্মীদের, বলছে Deloitte-এর সমীক্ষা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup