বিশ্বের অন্যতম বড় টায়ার সংস্থার প্রধান হলেন এক বাঙালি। CEAT-এর CEO ও MD পদে নিযুক্ত হলেন IIT-IIM প্রাক্তনী অর্ণব বন্দ্যোপাধ্যায়। অনন্ত গোয়েঙ্কার ইস্তফার পর নতুন করে দায়িত্ব গ্রহণ করছেন এই কৃতী বাঙালি।
আগামী ১ এপ্রিল থেকে দুই বছরের মেয়াদে MD এবং CEO হিসাবে তিনি নিযুক্ত হবেন বলে জানিয়েছে CEAT । অনন্ত গোয়েঙ্কা আগামী ৩১ মার্চ ২০২৩-এ সংস্থার এমডি এবং সিইও হিসাবে তার দায়িত্ব থেকে সরে আসবেন। উত্তরাধিকার সূত্রে তিনি এই ৩৩,০০০ কোটি টাকার ব্যবসার প্রধান হয়েছিলেন। এতদিন তা সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি। আপাতত তিনি বোর্ড সদস্য হিসাবেই থাকবেন।
বর্তমানে, অর্ণব বন্দ্যোপাধ্যায় CEAT-এর চিফ অপারেটিং অফিসার (COO)। বড় সংস্থার আধিকারিক হিসাবে প্রায় ৩০ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৫ সালে সেলস এবং মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিসাবে CEAT-এ যোগদান করেন।
অল্প বয়স থেকে মেধাবী ও পরিশ্রমী ছিলেন তিনি। আর সেই কারণেই সুযোগ পান IIT খড়গপুরে। সেখান থেকে থেকে স্নাতকের পর IIM কলকাতায় পড়াশোনা করেন। এরপর হার্ভার্ড বিজনেস স্কুলেও পড়েন। ফলে তাঁর মেধা ও পরিশ্রমের ক্ষমতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রায় ৩ দশক ধরে কর্পোরেট জগতের অন্যতম পরিচিত মুখ হিসাবে নেতৃত্ব দিয়েছেন এই বাঙালি। আরও পড়ুন: ‘ছোটবেলায় পড়াশোনায় মন ছিল না, তারপর একদিন…’ কী হয়েছিল মাইক্রোসফট CEO-র?
ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে তাঁকে ২০১৭ সালে 'নেক্সট জেনারেশন বিজনেস লিডার অফ দ্য ইয়ারে'র স্বীকৃতি দেওয়া হয়। ইকোনমিক্স টাইমস-স্পেন্সার স্টুয়ার্টের 'ভারতের ৪০ অনুর্ধ্ব ৪০ বিজনেস লিডার' হিসাবেও তাঁর উল্লেখ করা হয়। ফলে দেশের ব্যবসায়িক ক্ষেত্রে তাঁর প্রভাব সহজেই অনুমেয়।
২০২২ সালের CEAT-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, অর্ণব ব্যানার্জি COO হিসাবে ২.৯৬ কোটি টাকার বেতন পেয়েছেন। আরও পড়ুন: CRED: কোটি টাকার ব্যবসা চালিয়েও সাধারণ কর্মীদের চেয়ে কম বেতন নেন এই CEO!
CEAT লিমিটেড (আগের নাম Cavi Elettrici e Affini Torino) RPG গ্রুপের মালিকানাধীন এক ভারতীয় বহুজাতিক টায়ার উৎপাদনকারী সংস্থা। ইতালির তুরিনে ১৯২৪ সালে সংস্থার পথ চলা শুরু। বিশ্ব বাজারে তাদের ভালই বিক্রি রয়েছে। CEAT বছরে ১৬.৫ কোটিরও বেশি টায়ার উত্পাদন করে। যাত্রীবাহী গাড়ি, দুই-চাকার গাড়ি, ট্রাক, বাস, হালকা বাণিজ্যিক যান, ক্রেন, ফর্কলিফ্ট, ট্রাক্টর, ট্রেলার এবং অটো-রিকশার টায়ার তৈরি করে। CEAT-এর টায়ারের প্ল্যান্টে প্রতিদিন ৮০০ টনের উত্পাদন ক্ষমতা রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup