বাংলা নিউজ > কর্মখালি > Best Bengal Colleges in NIRF Ranking 2022: জয়জয়কার রামকৃষ্ণ মিশনের! দেশের সেরা কলেজের তালিকায় বাজিমাত জেভিয়ার্স, বেথুনের

Best Bengal Colleges in NIRF Ranking 2022: জয়জয়কার রামকৃষ্ণ মিশনের! দেশের সেরা কলেজের তালিকায় বাজিমাত জেভিয়ার্স, বেথুনের

সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

Best Bengal Colleges in NIRF Ranking 2022: দেশের সেরা ২০ টি কলেজের তালিকায় রামকৃষ্ণ মিশনের তিনটি কলেজ জায়গা করে নিল। সবমিলিয়ে দেশের প্রথম ১০০ টি কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের সাতটি কলেজ আছে। গতবার পাঁচটি কলেজ ছিল।

আবারও জয়জয়কার রামকৃষ্ণ মিশনের। দেশের সেরা ২০ টি কলেজের তালিকায় রামকৃষ্ণ মিশনের তিনটি কলেজ জায়গা করে নিল। তবে ‘ফার্স্ট’ হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। সবমিলিয়ে দেশের প্রথম ১০০ টি কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের সাতটি কলেজ আছে।

শুক্রবার ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবারও রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ৬৯.৫৪ স্কোরের সুবাদে অষ্টম স্থানে আছে। গতবারের থেকে স্কোর বাড়লেও এবার র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে সেন্ট জেভিয়ার্স। গতবার ৬৭.৪১ স্কোরের সুবাদে চতুর্থ স্থানে ছিল। একইভাবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের (বেলুড়) স্কোর বাড়লেও এবার নবম স্থানে নেমে গিয়েছে। গতবার পঞ্চম স্থানে ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রাপ্ত স্কোর ছিল ৬৭.২৬। এবার তা ৬৯.২৪-তে ঠেকেছে।

আরও পড়ুন: JU in NIRF Ranking 2022: দেশের চতুর্থ সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়! স্বীকৃতি কেন্দ্রের, একলাফে ৪ ধাপ উত্থান

র‌্যাঙ্কিংয়ের নিরিখে বেলুড় নেমে গেলেও রহড়া এবং নরেন্দ্রপুরের উত্থান হয়েছে। গতবার ১৫ তম স্থানে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া)। এবার দু'ধাপ উঠে এসেছে। প্রাপ্ত স্কোর ৬৭.৫৬। একইভাবে দু'ধাপ এগিয়েছে রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)। গতবার প্রথম ২০-র বাইরে চলে যাওয়ার পর ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২২’-তে উঠে এসেছে। প্রাপ্ত স্কোর ৬৫.১৭। অর্থাৎ দেশের সেরা ২০ টি কলেজের তালিকায় রাজ্যের তিনটি রামকৃষ্ণ মিশনের কলেজ আছে।

আরও পড়ুন: CU in NIRF Ranking 2022: দেশের সেরার তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়! কেন্দ্রের র‌্যাঙ্কিংয়ে হল অষ্টম

আরও পড়ুন: Medinipur Colleges in NIRF Ranking 2022: দেশেও উজ্জ্বল মেদিনীপুর! ভারতের সেরা একশোয় জায়গা ২ কলেজের

শুধু তাই নয়, এবার প্রথম একশোয় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বও বেড়েছে। গতবার যেখানে পশ্চিমবঙ্গের পাঁচটি কলেজ প্রথম একশোয় জায়গা করে নিয়েছিল, এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে সাত। নয়া দুটি কলেজ হিসেবে ‘এন্ট্রি’ হয়েছে মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ এবং মেদিনীপুর কলেজের। ৫৪.১৮ স্কোর পেয়ে ৭৩ তম স্থানে আছে মহিলা কলেজ। মেদিনীপুর কলেজ ৯৭ তম স্থানে আছে। প্রাপ্ত স্কোর ৫২.২৮। সেইসঙ্গে ৭৪ তম স্থানে আছে বেথুন কলেজ। প্রাপ্ত স্কোর ৫৪.০৫। স্কোর বৃদ্ধির পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও এগিয়েছে। গতবার ৭৭ তম স্থানে ছিল বেথুন কলেজ।

বন্ধ করুন