কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিদিনে এই অনুদানের টাকায় প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে আগামিদিনে আরও উদ্ভাবনে উত্সাহ পাবেন কলেজ পড়ুয়ারা।
1/5এই কলেজের পাঠ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই নিজের ভালবাসার এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভুলতে পারেননি রাকেশ কাপুর। বিপুল টাকার প্রতিদান দিলেন রেকিট বেনকিসারের প্রাক্তন গ্লোবাল CEO। ফাইল ছবি: BITS Pilani (Facebook)
2/5BITS পিলানিকে ১.২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিলেন এই প্রাক্তন ছাত্র। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকা। এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানের ইতিহাসে এটিই সর্বোচ্চ অনুদান। ফাইল ছবি: রয়টার্স (Facebook)
3/5কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিদিনে এই অনুদানের টাকায় প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে আগামিদিনে আরও উদ্ভাবনে উত্সাহ পাবেন কলেজ পড়ুয়ারা। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
4/5প্রায় ৪০ হাজার বর্গফুটের এই নয়া ভবনে প্রযুক্তি ও হার্ডওয়্যারের গবেষণাগার থাকবে। এর পাশাপাশি কো-ওয়ার্কিং স্পেস-ও প্রদান করা হবে। এর ফলে প্রতিষ্ঠানের নয়া উদ্যোক্তাদের ব্যবসার প্রাথমিক সূচনায় সুবিধা হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Facebook)
5/5এই নতুন ভবনের নামকরণ রাকেশ কাপুরের নামেই করা হবে- 'দ্য কাপুর সেন্টার অফ ইনোভেশন' । ১৯৭৫-১৯৮০ পর্যন্ত এই কলেজে পড়েছিলেন রাকেশ কাপুর। ফাইল ছবি: রয়টার্স (Facebook)