আইআইটি-তে পড়াশোনা করা ভারতের অনেক পড়ুয়াদের জন্যই একটি বড় স্বপ্ন। আর যাঁরা সুযোগ পেয়ে যান, তাঁরা আবার বড়াই করতেও ছাড়েন না। একই পথে হেঁটেছেন একজন আইআইটি থেকে পাস করা পড়ুয়াও। নিজেকে 'কুল' দেখানোর জন্য এমন কিছু করে বসেছেন যে তাঁর এমন কাজ অনলাইনে এখন ভাইরাল। নেটিজেনরাও যথারীতি তাঁর সমালোচনা করতে ছাড়েননি।
মূলত, রেড্ডিট গ্রুপে নেটিজেনরা প্রায়শই জেইইএবং এনইইটি সম্পর্কে মিম এবং পোস্ট শেয়ার করেন। ঠিক একইভাবে এদিন একজন ব্যবহারকারী ট্র্যাফিকের মধ্যে আটকে থাকা একটি গাড়ির ছবি পোস্ট করেছেন৷ আর সেই গাড়িটি দেখেই বেঁধে গিয়েছে হুলুস্থূল।
আরও পড়ুন: (SBI clerk 2024 recruitment:এসবিআই-তে ক্লার্ক পদে ১৩ হাজারের বেশি নিয়োগ!আবেদনের জন্য লিঙ্ক থেকে শেষ তারিখ রইল)
কী এমন ছিল গাড়িটিতে
ভাইরাল হওয়া ছবিতেই স্পষ্ট যে গাড়িটিতে একটি স্টিকার লাগানো ছিল। এই স্টিকারে লেখা ছিল, 'আপনি একজন আইআইটিয়ানের পিছনে ছুটছেন, কিন্তু ঠিক আছে। আমরা এতে অভ্যস্ত।' আর এই ধরনের উক্তিই ভালো লাগেনি নেটিজেনদের। ছবিটি শেয়ার করা হলে, হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে স্টিকারটি দেখে বিব্রতও বোধ করেছেন। কেউ কেউ নিজের আইআইটি ডিগ্রিকে তাঁর সম্পূর্ণ পরিচয় বানিয়ে ফেলার জন্য গাড়ির মালিকের সমালোচনাও করেছেন।
আরও পড়ুন: (SSC CGL 2024 Tier 1 Marksheet: প্রকাশিত হল এসএসসি সিজিএল ২০২৪ টায়ার ১পরীক্ষার নম্বর, দেখুন মার্কশিট)
নেটিজেনরা কী বলেছেন
ইন্টারনেট সত্যিই আইআইটিয়ানের সমালোচনা করেছে। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, এটি আমাকে খুব বিব্রত বোধ করছে। অন্য একজন বলেছেন, এতটা ঔদ্ধত্য কেন? অনেক ব্যবহারকারী এটাও উল্লেখ করেছেন যে এমন স্টিকার লাগানোর মনোভাব যার, তাকে খুব অহংকারী বলে মনে হচ্ছে। আবার একজন ব্যক্তি রসিকতা করেছেন, 'আপনি একটি ওয়াগনআর চালাচ্ছেন, কিন্তু আপনার মনোভাব দেখে মনে হচ্ছে আপনি একটি ল্যাম্বরগিনির মালিক।'
আরও একজন রেডিট ব্যবহারকারী বলেছেন, সুপার ক্রেজি। শুধুমাত্র যারা দেখাতে চায় তারাই এটা করে। এমনকি যখন একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট নিজেদের পরিচয় দেন, তাঁরাও বলেন না যে আমি হার্ভার্ডের পড়ুয়া। তাঁরা শুধু বলেন, আমি বোস্টনে পড়াশনা করেছি।' ওদিকে আইআইটি-র এক ছাত্রও মন্তব্য করেছেন, তিনিও এই ধরনের স্টিকারে অস্বস্তি বোধ করে বলেছেন, আমি আসলে এই ধরনের লোকদের কারণে আমি কোথায় পড়াশোনা করি তা বলা বন্ধ করে দিয়েছি,। অন্য একজন ব্যবহারকারী একটি মজার গল্প শেয়ার করে বলেছেন, আইআইটিয়ানরা তাঁদের ব্যক্তিত্বকে আইআইটি বানিয়ে বসেছে। যেমন আমার কাকা এমনকি তাঁর মেয়ের বিয়ের আমন্ত্রণপত্রেও ছেলের নামের পাশে আইআইটি লিখেছিলেন!