পকেট ফাঁকা, মাথায় হাত, তলানিতে চাকরির বাজার। বড় বড় কোম্পানিরা হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। এবার একই পথে হাঁটল বোয়িং। কর্মী সংখ্যা দশ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে এই এভিয়েশন জায়েন্ট। যার মধ্যে প্রায় ১৭,০০০ কর্মীকে কোম্পানি থেকে ছাঁটাই করা হবে। সম্প্রতি, এমনটাই ঘোষণা করেছে বোয়িং।
আরও পড়ুন: (Forbes 2024 Richest Indians List: ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার)
বোয়িং কার্গো প্লেনের উৎপাদনও বন্ধ করবে
সিইও কেলি ওর্টবার্গ কর্মীদের জন্য একটি রিলিজ জারি করে বলেছেন যে এইমুহূর্তে হাতে থাকা অর্ডারগুলি ডেলিভারি করার পরে ২০২৭ সালে বাণিজ্যিক ৭৬৭ মালবাহী বিমানের উৎপাদনও বন্ধ করবে বোয়িং।
আসলে এই সংস্থাটি বড়সড় লোকসান করে বসেছে। সিয়াটেলে মেকানিকদের ধর্মঘট, সব মিলিয়ে ৩৩,০০০ কর্মচারীর মাসব্যাপী ধর্মঘট, সংস্থাকে ব্যাপক চাপে ফেলেছে, যার কারণে বিমান কারখানায় দীর্ঘদিন কাজও বন্ধ ছিল। এই ধর্মঘটের কারণেই, বোয়িং বলেছে যে ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭৭৭এক্স-এর প্রথম ডেলিভারি পিছিয়ে দিয়েছে সংস্থা।
এদিন, চিফ এক্সিকিউটিভ কেলি অর্টবার্গ আরও দাবি করেছেন যে বোয়িং আজকাল প্রচুর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর আর্থিক সংকট কেটে বেড়োতে হলে কর্মী সংখ্যা কমাতেই হবে। এই কারণেই বিশ্বব্যাপী অফিসার, ম্যানেজার এবং কর্মচারী মিলিয়ে মোট ১৭,০০০ জন চাকরি হারাবেন।
আরও পড়ুন: (No Work Holiday: ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! সেলের পর ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি)
কোম্পানি চ্যালেঞ্জের সম্মুখীন - সিইও
ওর্টবার্গ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আমাদের ব্যবসা এখন চ্যালেঞ্জের সম্মুখীন, আমরা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের কোম্পানিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবু। দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আমাদের ব্যবসার কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, আর তার জন্য এই সিদ্ধান্ত নেওয়াও জরুরি ছিল। একই সময়ে, কোম্পানির কাটব্যাক ঘোষণার পর, বোয়িং এর শেয়ারের দাম ১.৭ শতাংশ কমেছে।