বন্ধ হয়ে যাচ্ছে Buzzfeed News, সাংবাদিকদের আগেভাগেই জানালেন সংস্থার CEO
Updated: 21 Apr 2023, 11:07 AM ISTবাজফিড বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইট। মূলত বিনোদন, ল... more
বাজফিড বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইট। মূলত বিনোদন, লাইফস্টাইল সংক্রান্ত প্রতিবেদন, কুইজ প্রকাশ করে বাজফিড। আর সেই ওয়েবসাইটেরই একটু 'সিরিয়াস' অংশ ছিল বাজফিড নিউজ। তবে হাল্কা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করার জন্যই বাজফিড বেশি পরিচিত ছিল। আর সেই কারণেই বাজফিডের 'নিউজ' খবর সেভাবে গুরুত্ব পায়নি।
পরবর্তী ফটো গ্যালারি