বাংলা নিউজ > কর্মখালি > Byju's: 'অস্বাভাবিক টার্গেট, প্রচণ্ড চাপ,' দাবি বাইজুসের সেলস কর্মীদের

Byju's: 'অস্বাভাবিক টার্গেট, প্রচণ্ড চাপ,' দাবি বাইজুসের সেলস কর্মীদের

২,৫০০ কর্মী ছাঁটাইয়ের পরপরই স্পনসর করা হয় লিওনেল মেসিকে। ফাইল ছবি: বাইজুস (Byju's)

ঝাঁ চকচকে অফিস। দুর্দান্ত বেতনের প্রতিশ্রুতি। কিন্তু তাদের সেলস-এর পদ্ধতি, কোর্স কিনতে ক্রেতাদের বাধ্য করানো, গুণমানে খারাপ কোর্সই মোটা টাকায় বিক্রি করার মতো বিষয়গুলি বারবার উঠে এসেছে। সেলস কর্মীরা সংস্থার অভ্যন্তরে খারাপ ম্যানেজমেন্টের অভিযোগ করেছেন।

একদিকে সন্তানের ভালর জন্য সাধ্যের বাইরেও খরচে প্রস্তুত বাবা-মা। অন্যদিকে নিজের কেরিয়ারের উন্নতি করতে মরিয়া অল্পবয়সী কর্মী। দুইয়ের উপর ভর করে দেশের বৃহত্তম স্টার্টআপ-এ পরিণত হয়েছে Ed-Tech সংস্থা Byju's। তাদের এই বিশাল ভ্যালুয়েশন, বিজ্ঞাপনের আড়ালেই লুকিয়ে হাজার বিতর্ক, সমালোচনা।

২০১১ সালে বাইজুস-এর পথ চলা শুরু। সাধারণ টিউশন ও অনলাইন পড়ার ভিডিয়ো। তার থেকেই ২০১৫ সালে লার্নিং অ্যাপের গোড়াপত্তন। আর তারপর মাত্র ৭ বছর। তার মধ্যেই দেশের সবচেয়ে বড় ভ্যালুয়েশনের স্টার্টআপ সংস্থায় পরিণত হয়েছে Byju's । তবে ভ্যালুয়েশনই সার। দেশের অন্যতম বড় লোকসানকারী সংস্থাও বাইজুস। পড়ুন: সাড়ে ৪ হাজার কোটির লোকসানে BYJU's, ২,৫০০ কর্মী ছাঁটাই দেশের বৃহত্তম স্টার্টআপে

ঝাঁ চকচকে অফিস। দুর্দান্ত বেতনের প্রতিশ্রুতি। কিন্তু তাদের সেলস-এর পদ্ধতি, কোর্স কিনতে ক্রেতাদের বাধ্য করানো, গুণমানে খারাপ কোর্সই মোটা টাকায় বিক্রি করার মতো বিষয়গুলি বারবার উঠে এসেছে। সেলস কর্মীরা সংস্থার অভ্যন্তরে খারাপ ম্যানেজমেন্টের অভিযোগ করেছেন। Quora-র মতো জায়গায় অনেক প্রাক্তন কর্মীই তাঁদের কাজের করুণ অভিজ্ঞতার বিষয়ে জানিয়েছেন। দিনে ১২ ঘণ্টার উপর কাজ, রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে অ্যাপ ও ট্যাবের ডেমো দিতে পাঠানো, সেলস টার্গেট ছুঁতে না পারলে উর্ধ্বতন কর্তৃপক্ষের গালিগালাজ পর্যন্ত সহ্য করতে হয় কর্মীদের। কাজের প্রচণ্ড কঠিন পরিবেশ সামলাতে না পেরে অনেকেই কয়েক মাস পর ইস্তফা দিয়ে দেন।

হুগলীর শহরতলিতে থাকেন বাইজুসের এক প্রাক্তন কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক জানালেন, বাইজুসের কোর্সগুলির দাম অনেকটাই বেশি। কোনও সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে ৪০-৫০ হাজার টাকার অনলাইন কোর্স কেনা সম্ভব নয়। কিন্তু সেটাই করতে বলা হয় সেলসের কর্মীদের। প্রথমে ফোন করে সম্ভাব্য ক্রেতাদের সেলস পিচ দিতে বলা হয়। তাতে বলা হয়, কোর্সের পাশাপাশি বাইজুস একটি ট্যাবলেটও দেবে। এটি হলেই যথেষ্ট। বিশ্বসেরা মানের প্রশিক্ষণ পাবেন সন্তানরা।

এরপর তাঁদের বাড়ি গিয়ে ডেমো দেখানোর প্রস্তাব দিতে হয়। তাতে রাজি করাতে পারলেই কিছুটা শান্তি। সারা সপ্তাহ জুড়ে সেই কাজই করতে হয় সেলসের কর্মীদের।

এরপর সপ্তাহের শেষে ডেমোতে রাজি হওয়া অভিভাবকদের বাড়ি-বাড়ি যেতে হয় বাইজুস কর্মীদের। সেখানে নানা পন্থায় বোঝানো হয় যে কীভাবে এই অনলাইন কোর্স ছাড়া পড়ুয়াদের ভবিষ্যত অন্ধকার। মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তরা তো বটেই, উচ্চবিত্তরাও এভাবে হঠাত্ ৪০-৫০ হাজার টাকার কোর্স নিতে ইতস্তত বোধ করেন। এরপর তাঁদের ঋণের প্রস্তাবও দেওয়া হয়।

<p>ফাইল ছবি: টুইটার</p>

ফাইল ছবি: টুইটার

(Twitter)

হুগলীর ওই প্রাক্তন কর্মী জানালেন, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো স্থানে কোর্স বিক্রি করা তবুও সম্ভব। সেখানে মানুষের খরচ করার ক্ষমতা ও প্রবণতা বেশি। কিন্তু কলকাতা ও শহরতলির মানুষ এখনও অনলাইন কোর্সে এত খরচ করতে প্রস্তুত নন। তাছাড়া একটি মাত্র গ্রাহককে ডেমো দিতে ৫০-১০০ কিলোমিটার পাড়ি দিতে হয় সেলস কর্মীদের। বাইজুস সেই খরচ মিটিয়ে দেয় বটে। কিন্তু পুরো বিষয়টিই যে বেশ শ্রমসাধ্য, তা বলাই বাহুল্য।

এভাবে প্রতি মাসে সেলসের লক্ষ্যমাত্রা পূরণ করতে হয় কর্মীদের। নির্দিষ্ট সেলসের মাত্রা পূরণ করলে তবেই মেলে ইনসেনটিভ। আর কোর্স বিক্রি করতে না পারলেই মেলে ম্যানেজারের বকুনি। সপ্তাহে অন্তত ১ লক্ষ টাকার কোর্স বিক্রি করার লক্ষমাত্রা দেওয়া হয় বাইজুস কর্মীদের। অর্থাত্ দাম অনুযায়ী ১-৪টি কোর্স বিক্রি করতে হবে। পশ্চিমবঙ্গের মফস্বল এলাকায় এত টাকার অনলাইন কোর্স বিক্রি করা একেবারেই সহজ নয়। কোভিডের সময়ে যা-ও বা হত, এখন তা-ও হবে না। টিউশন ক্লাস খুলে গিয়েছে। অনলাইনের তুলনায় বরং সেখানেই খরচ করতে রাজি মা-বাবারা। বিশেষত বাইজুস-এর কোর্সেরও রিভিউতে অনেক নেতিবাচক সমালোচনা রয়েছে। পড়ুন: খারাপ স্টাডি মেটেরিয়াল, পরিষেবা - Byjus'-র থেকে প্রায় ১.৫ লাখ টাকা হাসিল ব্যক্তির

কর্মীদের অভিযোগ, সেলসে যে পরিমাণ খরচ ও জোর দেয় সংস্থা, তার ছিঁটেফোঁটাও প্রোডাক্টে দেওয়া হয় না। সেটা যদি করা হত, তাহলে কোর্স বিক্রি করতে এত দৌড়ঝাঁপ করতে হত না। গ্রাহকরা নিজেরাই কিনতেন। অনলাইনে বিভিন্ন কমেন্ট সেকশনেই দেখা যাবে, গ্রাহকরা বাইজুস-এর কোর্স নিয়ে গুচ্ছের অভিযোগ করে রেখেছেন।

কর্মীদের চাকরিও বেশ অনিশ্চিত। সম্প্রতি ২,৫০০ কর্মীকে ছাঁটাই করে বাইজুস। চরম লোকসানে ডুবে থাকা সংস্থা জানায়, লাভজনক হয়ে উঠতেই এই সিদ্ধান্ত। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা এটি। আবেগঘন চিঠিতে ক্ষমাও চান সংস্থার সিইও বাইজু রবীন্দ্রন। আর তার পরপরই লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারের স্পনসর হয়ে যায় সংস্থা। ফিফা বিশ্বকাপেও বিপুল টাকার স্পনসরশিপ দিয়েছে বাইজুস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খরচ কমানোই যদি লক্ষ্য হয়, তাহলে কর্মী ছাঁটাই কেন? অযথা বিজ্ঞাপনে রাশ কেন টানা হচ্ছে না? পড়ুন: 'লোকসানে'র জন্য কর্মী ছাঁটাই করে মেসিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল Byju's

যদিও বাইজুস-এর তরফে কর্মীদের অত্যাধিক চাপ দেওয়ার অভিযোগ নস্যাত্ করা হয়েছে। সংস্থার দাবি, কর্মীদের কখনই সপ্তাহে ৫ দিনের বেশি কাজ করতে জোর দেওয়া হয় না। কোনও কর্মী ছুটির দিনে কাজ করলেও সেটি তিনি স্বেচ্ছায় করেন। এর জন্য তাঁকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়।

কর্মখালি খবর

Latest News

চট্টগ্রাম, সুনামঞ্জের পর নীলফামারি ও ঠাকুরগাঁওতেও মৌলবাদী হিংসার শিকার হিন্দুরা দিদি সৃষ্টির সঙ্গে মস্তি মুডে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান জেলা সংগঠনের পদ থেকে কি সরবেন মহুয়া?‌ সরানোর দাবিতে চিঠি তৃণমূল সুপ্রিমোর কাছে ক্ষুব্ধ কৃষকদের পাশে ধনখড়? প্রকাশ্যে কৃষিমন্ত্রীকে কাঠগড়ায় তুলে কী বার্তা? 'কোনও দেশ একটা ধর্মের হতে পারে না…', বাংলাদেশে 'হিন্দু নীপিড়ন', সরব সৌমিতৃষা মনীষা বা সোনাক্ষি নয়, হীরামন্ডির শ্যুটে অদিতিকে না খাইয়ে রেখেছিলেন বনশালি! কেন? ধনুতে সূর্যের গোচর হাতেগোনা ক'দিন পর!প্রমোশন,বিদেশযাত্রার যোগ অনেকের, লাকি কারা? জুসার মেশিন ছাড়াও আমলকির রস বার করা সম্ভব! মজার কায়দাটি শিখে নিন মুস্তাক আলিতে ২৮ বলে সেঞ্চুরি অভিষেক শর্মার, উর্ভিলকে ছুঁলেও হাতছাড় বিশ্বরেকর্ড ডিএ অবশেষে বাড়ল, দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্মীলাভ ৯ লাখ রাজ্য সরকারি কর্মীর

IPL 2025 News in Bangla

ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার! পন্তের রেকর্ড ভাঙার পর ফের ঝোড়ো সেঞ্চুরি IPL-এ ‘ব্রাত্য’ উর্ভিল প্যাটেলের এখনও ধোনিকে আউট করার ঘোরে যশ দয়াল, স্টোরি পোস্ট করতেই ট্রোল মাহি ভক্তদের আমি কিন্তু IPL ট্রফি জিতেছি, RCB-র তারকা ব্যাটসম্যানকে খোঁচা গিবসের CSK নয়, ড্যাডস আর্মি এবার কলকাতা,IPL 2025-এ সব থেকে বুড়ো দল নিয়ে মাঠে নামবে KKR

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.