বাংলা নিউজ > কর্মখালি > ১৫ অগস্টের মধ্যে মেটাতে হবে বেসরকারি স্কুলের ফি, আদালতের রায়ে বিপাকে অভিভাবকরা

১৫ অগস্টের মধ্যে মেটাতে হবে বেসরকারি স্কুলের ফি, আদালতের রায়ে বিপাকে অভিভাবকরা

বেসরকারি স্কুলে বর্ধিত স্কুল ফি প্রত্যাহারের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিভাবকদের একটি সংগঠন৷

আপাতত ৪৫টি স্কুলে এই নিয়ম কার্যকর করতে হবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট৷

বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেলেন অভিভাবকরা। 

করোনা ও লকডাউনের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় কাজ হারিয়েছেন অনেকে। এই অবস্থাতেই ফি বাড়ায় বহু স্কুল। বিপাকে পড়েন অভিভাবকরা। পরিস্থিতি মোকাবিলায় হুঁশিয়ারি, আর্জি ছাড়া আর কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার৷ তাই ভুক্তভোগী অভিভাবকদের শেষ ভরসা ছিল আদালত৷ এবার সেই আদালতের রায়ে মাথায় হাত তাঁদের।

বেসরকারি স্কুলে বর্ধিত স্কুল ফি প্রত্যাহারের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিভাবকদের একটি সংগঠন৷ সোমবার ছিল সেই মামলার শুনানি৷ সেখানে হাইকোর্টের তরফে জানানো হয়, বকেয়া স্কুল ফি আগামী ১৫ অগস্টের মধ্যেই দিতে হবে৷ লকডাউন পর্যায়ে স্কুল ফি দেওয়া হবে কি না, তা নিয়ে মামলায় এই অভিভাবকদের এমনই নির্দেশ দিয়েছে আদালত৷

আপাতত ৪৫টি স্কুলে এই নিয়ম কার্যকর করতে হবে বলেও জানানো হয়েছে৷ যদিও এর আগে মামলার শুনানিতে অভিভাবকদের ৮০ শতাংশ স্কুল ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ এরপর আজ জানিয়ে দেওয়া হল,  ১৫ অগস্টের মধ্যেই সমস্ত বকেয়া মেটাতে হবে৷

বিচারক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অভিভাবদের তরফে স্কুল ফি মকুবের আর্জি জানানো হয় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানিয়েছে, ল্যাব, লাইব্রেরি, কম্পিউটার ফি না দিলেও দিতে হবে স্কুল ফি৷  স্বভাবতই আদালতের এই নির্দেশে করোনা আবহে বেশ খানিকটা চাপে পড়ে গেলেন অভিভাবকরা৷

 

বন্ধ করুন