বাংলা নিউজ > কর্মখালি > CU honours and general exam rescheduled: পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও জেনারেলের পরীক্ষা, দেখুন নয়া রুটিন

CU honours and general exam rescheduled: পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও জেনারেলের পরীক্ষা, দেখুন নয়া রুটিন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা পিছিয়ে গেল। নয়া সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই পর্যন্ত বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা চলবে। শেষদিন পরিবেশ বিজ্ঞান পরীক্ষা হবে।

পঞ্চায়েত ভোটের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা পিছিয়ে গেল। প্রাথমিকভাবে আগামী ২৭ জুন থেকে বিএ, বিএসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এবার আগামী ১৫ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে পরীক্ষার নয়া সূচিও প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নয়া সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই পর্যন্ত বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা চলবে। শেষদিন পরিবেশ বিজ্ঞান পরীক্ষা হবে। পরদিন থেকে শুরু হবে প্র্যাকটিকাল/প্রজেক্টের পরীক্ষা। তা চলবে আগামী ৫ অগস্ট পর্যন্ত।

কোন কোন পরীক্ষা পিছিয়ে গিয়েছে?

১) বি.এ/বি.এসসি ষষ্ঠ সেমেস্টার (অনার্স)।

২) বি.এ/বি.এসসি ষষ্ঠ সেমেস্টার (জেনারেল)।

৩) বি.এ/বি.এসসি/বি.কম ষষ্ঠ সেমেস্টার (মেজর)।

৪) বি.কম ষষ্ঠ সেমেস্টার (অনার্স এবং জেনারেল)।

৫) বি.এ/বি.এসসি/বি.মিউস তৃতীয় বর্ষ (অনার্স)।

৬) বি.এ/বি.এসসি তৃতীয় বর্ষ (জেনারেল)।

৭) বি.এ/বি.এসসি/বি.কম তৃতীয় বর্ষ (মেজর)।

৮) বি.কম তৃতীয় বর্ষ (অনার্স)।

৯) বি.কম তৃতীয় বর্ষ (জেনারেল)।

আরও পড়ুন: NIRF 2023 WB Best Universities: অধঃপতন CU-র, ৪ বছর পরে জায়গা হল না দেশের সেরা ১০-এ, উত্থান বর্ধমান ও বিশ্বভারতীর

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট

এবার পশ্চিমবঙ্গে একদফায় পঞ্চায়েত ভোট হবে। ভোটগ্রহণ হবে ৮ জুলাই। তারপর ১১ জুলাই ভোটগণনা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের জন্য বিভিন্ন কলেজ ব্যবহার করবে রাজ্য নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ চলবে। সেই পরিস্থিতিতে পুরোদমে বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়া যেত না। সেই বিষয়টি বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। 

আরও পড়ুন: NEET UG 2023 Topper: বাংলার বাইরে নয়, SSKM-এ ডাক্তারি নিয়ে পড়বেন NEET-এ দেশে দ্বাদশ সায়ন, দিলেন টিপস

সেইসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষার যে সময় এবং কেন্দ্র দেওয়া আছে, সেটা অপরিবর্তিত থাকছে। তাতে কোনও হেরফের করা হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার দিনক্ষণ পালটানো হয়েছে। যে পরীক্ষা দেবেন প্রায় ৭২,০০০ পড়ুয়া।

বন্ধ করুন