বাংলা নিউজ > কর্মখালি > CAT 2021 Result: প্রকাশিত ফলাফল, ১০০ পার্সেন্টাইল পেলেন ৯ জন, কীভাবে দেখবেন?

CAT 2021 Result: প্রকাশিত ফলাফল, ১০০ পার্সেন্টাইল পেলেন ৯ জন, কীভাবে দেখবেন?

প্রকাশিত হল কমন অ্যাডমিশন টেস্টের (ক্যাট) ফলাফল। (ছবিটি প্রতীকী)

কীভাবে ফল দেখবেন?

প্রকাশিত হল কমন অ্যাডমিশন টেস্টের (ক্যাট) ফলাফল। এবারও মেধাতালিকায় দাপট দেখিয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্টের (আইআইএম) অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-তে গিয়ে প্রার্থী ফলাফল দেখতে পারবেন।

আইআইএমের তরফে জানানো হয়েছে, এবারের পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন ন'জন। তাঁদের মধ্যে সাতজনই ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ১৭ জন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। তবে কোনও মহিলা প্রার্থী এবার ১০০ বা ৯৯.৯৯ পার্সেন্টাইল পাননি। মেয়েদের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টাইল ৯৯.৯৮। তাঁর পাশাপাশি ১৮ জন পেয়েছেন ৯৯.৯৮ পার্সেন্টাইল।

কীভাবে ফলাফল দেখবেন?

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্টের (আইআইএম) অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-তে যান।

২) উপরের দিকে 'CAT Info'-তে ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

৪) 'CAT 2021 Score Card Download'-র অধীনে 'Login'-এ ক্লিক করুন।

৫) 'User ID' এবং 'Password' দিয়ে 'Login'-এ ক্লিক করুন।

৬) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।

৭) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

কমন অ্যাডমিশন টেস্টের (CAT 2021 Result) ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক - এখানে লিঙ্ক করুন। তারপর 'User ID' এবং 'Password' দিয়ে 'Login'-এ ক্লিক করতে হবে। স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।

বন্ধ করুন