Common Admission Test 2024 (CAT 2024): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) শীঘ্রই CAT-র অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-তে যেতে হবে। আগামী ২৪ নভেম্বর CAT পরীক্ষা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, CAT পরীক্ষার অ্যাডমিট কার্ড মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশিত হবে।
CAT-র অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
১) প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in যেতে হবে।
২) তারপর হোম পেজে দেওয়া অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার আপনার লগইন ডিটেইলস লিখে লগইন করতে হবে।
৪) এবার আপনার অ্যাডমিট কার্ড আপনার স্ক্রিনে ওপেন হবে।
৫) এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
৬) পরীক্ষার জন্য প্রার্থীদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট করতে হবে।
CAT-র দিনক্ষণ
CAT পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের জন্য এডিট উইন্ডো খোলা ছিল।
আরও পড়ুন: IT Layoff: নামকরা মার্কিন আইটি কোম্পানি থেকে এক ধাক্কায় চাকরি যাচ্ছে ১৩০০ জনের
CAT পরীক্ষার ইতিবৃত্ত
ক্যাট পরীক্ষায় তিনটি বিভাগ থাকবে - ডেটা ইন্টারপ্রিটেশন, ভার্বাল এবং রিডিং কম্প্রিহেনশন এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড। ২০২৪ সালের ক্যাট প্রশ্নপত্রে দুই ধরনের প্রশ্ন থাকবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) এবং টাইপ-ইন-দ্য-অ্যানসার (টিআইটিএ)। তাতে মোট ১৯৮ নম্বর থাকবে।
আরও পড়ুন: IIM Calcutta: ১০০ শতাংশ গ্রীষ্মকালীন প্লেসমেন্ট আইআইএম কলকাতায়, মাঝারি স্টাইপেন্ডই মাসে ২ লাখ
MBA পড়তে চাইছেন?
যাঁরা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করবেন, তাঁদের জন্য ২১টি আইআইএম এবং ১,০০০টিরও বেশি এমবিএ ইনস্টিটিউট রয়েছে, যা ক্যাট স্কোর গ্রহণ করে। নন-আইআইএম বি-স্কুলগুলির মধ্যে রয়েছে এফএমএস দিল্লি, এসজেএমএসওএম, আইআইটি মুম্বই, এমডিআই গুরগাঁও, ডিওএমএস আইআইটি দিল্লি এবং এসপিজেআইএমআর মুম্বই। প্রার্থীদের আরও তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।