CAT 2024: প্রকাশিত হল আইআইএম ক্যাটের অ্যানসার কি ও রেসপন্স শিট। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে এই দুটি বিষয় প্রকাশ করেছে। ক্যাট ২০২৪ পরীক্ষার অ্যানসার কি ও রেসপন্স শিট প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন - পেন-পেপারের দিন শেষ? নিট ইউজি এবার থেকে অনলাইনে, দাবি রিপোর্টের
কোন সাইটে গিয়ে দেখবেন
কমন অ্যাডমিশন টেস্ট (CAT 2024) প্রতি বছরই সারা দেশ জুড়ে আয়োজিত হয়। বহু সংখ্যক পরীক্ষার্থী ম্যানেজমেন্টে চান্স পেতে এই পরীক্ষায় বসেন। ২০২৪ সালেও আয়োজিত হয়েছিল ক্যাটের বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষারই অ্যানসার কি ও রেসপন্স শিট প্রকাশিত হল এবার। অ্যানসার কি ও রেসপন্স শিট সংক্রান্ত যাবতীয় তথ্য দেখার জন্য iimcat.ac.in সাইটে যেতে হবে। সেখানে পরীক্ষার্থী নিজের ব্যক্তিগত জরুরি তথ্য জমা দিলে দেখতে পাবে রেসপন্স শিট (CAT 2024 Response Sheet) ও নির্দিষ্ট অ্যানসার কি (CAT 2024 Answer Key)।
অ্যানসার কি ডাউনলোডে সমস্যা
২৯ নভেম্বর থেকে ওই সাইটে দুটি জিনিসই উপলব্ধ হয়ে গিয়েছে। তবে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু পড়ুয়াদের অ্যানসার কি ডাউনলোডে সমস্যা হচ্ছিল। এই সাইটে প্রত্যেক পরীক্ষার্থীর নিজস্ব ড্যাশবোর্ড থাকে। সেই ড্যাশবোর্ডে প্রাথমিকভাবে অ্যানসার কি ও রেসপন্স শিট দেখাচ্ছিল না বলে খবর। তবে এটিকে সার্ভারের সমস্যা বলেও মনে করছেন কেউ কেউ। বেশ কয়েকজন পরীক্ষার্থীর এই সমস্যা হওয়া সত্ত্বেও অনেকেই তাদের অ্যানসার কি ও রেসপন্স শিট ডাউনলোড করতে পেরেছেন।
আরও পড়ুন - আপার প্রাইমারির ১,৮৭২ জনের তালিকা প্রকাশ এসএসসির! কাদের নাম আছে? পুরো দেখে নিন
রেজাল্ট ও র্যাঙ্কিং মিলবে কবে
অ্যানসার কি ও রেসপন্স শিট পাওয়ার পরের ধাপ হল রেজাল্ট প্রকাশ ও তার সঙ্গে প্রতি পরীক্ষার্থীর র্যাঙ্ক প্রকাশ। অ্যানসার কি ও রেসপন্স শিট দেওয়ার মূল কারণ পরীক্ষার্থী যাতে নিজের পরীক্ষা কেমন হয়েছে, তা একবার মিলিয়ে নিতে পারে। রেজাল্ট ও র্যাঙ্ক প্রকাশের ব্যাপারে এখনও বিশদে কিছু জানায়নি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, কলকাতা। তবে খুব শীঘ্রই এই বিষয়ে নোটিস প্রকাশিত হতে পারে। পরবর্তী আপডেট পেতে হলে তাই চোখ রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
বিশেষ দ্রষ্টব্য - এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের জ্ঞাতার্থে। বিস্তারিত তথ্য় পেতে অবশ্যই দেখে নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল HT বাংলার তরফে।