২০২৪ সালের ১৯ ডিসেম্বর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর ফলাফল প্রকাশ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা। এই পরীক্ষায় বসেছিলেন ২.৯৩ লাখ। এর মধ্যে ১৪ জন ১০০ পার্সেন্টাইল স্কোর করেছেন। তাছাড়াও ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েছেন অনেক পরীক্ষার্থী। তাঁদের মধ্যে অন্যতম হলেন বছর ২১-এর ধত্রী মেহতা। তিনি আইআইটি বম্বের পড়ুয়া। মহিলাদের মধ্যে মাত্র দু'জন পরীক্ষার্থী ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছেন। (আরও পড়ুন: কমল ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ভারী হল বাংলাদেশের পকেট! ফারাক কত দুই দেশের?)
আরও পড়ুন: বন্দে ভারতে আসতে পারে 'বুলেট টুইস্ট', হাওড়া রুটে হাই স্পিড রেলের প্রস্তাব কবে?
জানা গিয়েছে, আইআইটি বম্বের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়া ধত্রী মেহতা। সেই পড়াশোনার চাপ নিয়েই তিনি ক্যাট-এ দুর্দান্ত ফল করেন। তিনি আইআইএম আহমেদাবাদে পড়তে চান। এই নিয়ে তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই পড়াশোনা করতে ভালোবাসতাম। সেই প্যাশন থেকেই জেইই অ্যাডভান্সড পাশ করি।' তবে এরই মধ্যে তিনি জানান, এই সেমিস্টারটা খুব কঠিন ছিল। এরই সঙ্গে দুই মাসের ইন্টার্নশিপ ছিল আমার। এই নিয়ে তিনি বলেন, 'সময় কঠিন থাকলেও আমার লক্ষ্যের বিষয় আমার মাথায় ছিল। তাই আমি এর পিছনে লেগে ছিলাম।' এই নিয়ে নিজের বাবাকে ক্রেডিট দিয়ে তিনি বলেন, 'আমার বাবা অনেক সময়ই বলে থাকেন, যদি অন্য কেউ পারতে পারে, তাহলে তুমিও পারবে। এই মন্ত্রই আমাকে চলতে সাহায্য করতে পারে।' তিনি জানান, ২০২৩ সালে নভেম্বরে ধত্রী সিদ্ধান্ত নেন, তিনি ক্যাট দেবেন। এই নিয়ে বলেন, 'আমি নিজের গতিতে লেকচার অনুসরণ করেছি। তাই আমি ট্র্যাকে ছিলাম।' (আরও পড়ুন: 'আবার পথে নামতে হবে...', এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক BNP-র?)
আরও পড়ুন: ১ বছরে অবিশ্বাস্য ১০০০০% লাফ মাল্টিব্যাগার শেয়ারের দামে, তারপর…
উল্লেখ্য, এবছর মোট ১৪ জনের পার্সেন্টাইল ১০০ ছিল। তাঁদের মধ্যে ১৩ জন ছিলেন পুরুষ। তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের ১৩ জন প্রার্থী। একজন ইঞ্জিনিয়ার নন। অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কেরল, ওড়িশা এবং রাজস্থানের একজন করে প্রার্থী ‘পারফেক্ট’ ১০০ স্কোর করেছেন। দিল্লি এবং তেলাঙ্গানার সেরকম প্রার্থীর সংখ্যা হল দুই। ‘পারফেক্ট’ ১০০ স্কোর করেছেন মহারাষ্ট্রের পাঁচজন প্রার্থী। এদিকে এবার মোট ২৯ জন ৯৯.৯৯ পার্সেন্টাইলে আছেন এবার। তাঁদের মধ্যে দু'জন মহিলা। ২৭ জন পুরুষ। ইঞ্জিনিয়ার ২৫ জন। আর অন্য স্ট্রিমের চারজন প্রার্থী আছেন। পশ্চিমবঙ্গের দু'জন এবার ৯৯ পার্সেন্টাইলে ছিলেন। (আরও পড়ুন: আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে ফের কলকাতায় ঠান্ডা পড়তে পারে?)
সব মিলিয়ে এবারের ক্যাটের টপার লিস্টে (সর্বোচ্চ তিনটি পার্সেন্টাইল স্কোর) মাত্র চারজন মহিলা আছেন। ৬৯ জন হলেন পুরুষ। ক্যাটের টপারদের তালিকা অনুযায়ী, ৫৯ জন হলেন ইঞ্জিনিয়ারিং প্রার্থী। বাকিরা হলেন অন্য বিভাগের। প্রসঙ্গত, ক্যাটের তিন সর্বোচ্চ পার্সেন্টাইল - ১০০, ৯৯.৯৯ এবং ৯৯.৯৮।