দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করল সিবিএসই। এই প্রথমবার পরীক্ষার কমপক্ষে ৮৬ দিন আগে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হল। বুধবার রাতের দিকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আর আগামী ৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।
CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন
‘৪০,০০০ সাবজেক্ট কম্বিনেশন বিবেচনা করেই পরীক্ষার সূচি’
দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নির্ঘণ্টের বিষয়ে কেন্দ্রীয় বোর্ডের কন্ট্রোলার স্যান্যাম ভরদ্বাজ বলেছেন, 'দুটি বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০,০০০ সাবজেক্ট কম্বিনেশনকে মাথায় রেখে বোর্ড পরীক্ষায় ডেটশিট (রুটিন) তৈরি করা হয়েছে, যাতে কোনও পড়ুয়ার নেওয়া দুটি বিষয়ের পরীক্ষা একইদিনে না পড়ে।'
CBSE বোর্ড পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়
১) কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এই প্রথমবার পরীক্ষার এত আগে সূচি ঘোষণা করা হয়েছে। তার ফলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পড়ুয়ারা পর্যাপ্ত সময় পাবে।
২) সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে।
৩) বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী ক্লাসের আয়োজন করতে পারবে স্কুলগুলি।
৪) যাতে একই সময় সব বিষয়ের শিক্ষকরা দীর্ঘদিনের জন্য ছুটিতে না যান, সেটার উপরে জোর দেওয়া হয়েছে। সিবিএসইয়ের তরফে জানানো হয়েছে যে সেই বিষয়টি মাথায় রেখেই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। তার ফলে উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া মসৃণভাবে চলবে। অন্যান্য কাজের জন্যও পর্যাপ্ত শিক্ষক থাকবেন।
৫) সিবিএসই দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময় অন্য স্কুলের কোনও পরীক্ষক হাজির থাকবেন। অর্থাৎ 'এক্সটার্নাল এক্সামিনার' থাকবেন সিবিএসই দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময়। আর দশম শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময় স্কুলেরই শিক্ষক হাজির থাকবেন।
৬) সিবিএসইয়ের তরফে জানানো হয়েছে, এবার সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ৪৪ লাখের মতো।
৭) দশম শ্রেণির প্রথম পরীক্ষা হল ইংরেজি। আর দ্বাদশ শ্রেণির প্রথম পরীক্ষা হল Entrepreneurship।