দশম ও দ্বাদশের পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য প্র্যাক্টিকালের সময়সূচি প্রকাশ করল সিবিএসই। শীতের ছুটির আগেই হতে চলেছে এই পরীক্ষা। সূচি অনুযায়ী, ঠান্ডার জায়গায় অবস্থিত স্কুলগুলিতে ১৪ নভেম্বর থেকে শুরু হবে বোর্ডের প্র্যাক্টিকাল পরীক্ষা। পরীক্ষা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টও হবে এই সময়কালের মধ্যেই। তাছাড়া যাবতীয় প্রোজেক্টও এই সময়েই জমা দিতে হবে পড়ুয়াদের। এদিকে সূচি অনুযায়ী, বিদেশে এবং দেশের অন্যত্র অবস্থিত স্কুলগুলিতে ১ জানুয়ারি থেকেই প্র্যাক্টিকাল পরীক্ষা হবে।
এদিকে শীতের জায়গায় আগে প্র্যাক্টিকাল হওয়ার পাশাপাশি মার্কসও আপলোড হয়ে যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্র্যাক্টিকাল পরীক্ষার সঙ্গে সঙ্গেই চলবে পড়ুয়াদের মার্কস অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করার পালা। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার শেষ দিন, অর্থাৎ ১৪ ডিসেম্বরের মধ্যে যাবতীয় মার্কস আপলোড হয়ে যাওয়া চাই ওয়েবসাইটে। এদিকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের প্র্যাক্টিকালের জন্য বাইরে থেকে কোনও পরীক্ষক স্কুলে যাবেন না। স্কুলের শিক্ষকরাই পরীক্ষার্থীদের প্র্যাক্টিকাল করাবেন। এদিকে বোর্ডের তরফে দশম শ্রেণির প্র্যাক্টিকালের জন্য কোনও খাতা পাঠানো হবে না আলাদা করে। স্কুলগুলিকে নিজেদেরকেই সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়ে দিয়েছে সিবিএসই।
এদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে বাইরের পরীক্ষক নিয়োগ করা হবে। সেই এক্সটার্নালের তত্ত্বাবধানেই প্র্যাক্টিকাল হবে, প্রোজেক্ট জমা পড়বে এবং প্রোজেক্টে নম্বর বসানো হবে। এদিকে স্বচ্ছ ভাবে যাতে পড়ুয়াদের মূল্যায়ন হয়, তা নিশ্চিত করতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে সিবিএসই। এদিকে যদি কোনও স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ৩০-এর বেশি থাকে, তাহলে দুই বা প্রয়োজনে তিনটি পৃথক সেশনে প্র্যাক্টিকাল পরীক্ষা নিতে বলা হয়েছে সেই স্কুলগুলিকে।
এদিকে পরের বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে সিবিএসই-র বোর্ড পরীক্ষা। cbse.gov.in বা cbse.nic.in ওয়েবসাইটে বোর্ডের তরফে এই পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। এবারে ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে পরীক্ষা। গতবছরই এই ঘোষণা করা হয়েছিল। প্রায় ৫৫ দিন চলতে পারে পরীক্ষা। ১০ এপ্রিলের মধ্যে সব পরীক্ষা শেষ হবে বলে আশা করা হচ্ছে। গতবছর ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষার সূচি ঘোষণা করেছিল সিবিএসই। এবছরও সেই একই সময় পরীক্ষার সূচি ঘোষণা করতে পারে বোর্ড। এবারও পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।