সিবিএসই-র তরফে জানানো হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষের জন্য শুধুমাত্র তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে বদল আসবে। এছাড়া বাকি সব শ্রেণির পাঠ্যক্রম অপরিবর্তিতই থাকবে। এই আবহে তৃতীয় এবং ষষ্ঠ বাদে বাকি সব ক্লাসের জন্যেই আগের শিক্ষাবর্ষে ব্যবহৃত বই পড়াতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে। এর আগে গত ১০ জুলাই এক্স হ্যান্ডেলের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়ে দেয়, তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণি ছাড়া আর অন্য কোনও ক্লাসের জন্য নতুন পাঠ্যবই কিনতে হবে না। এই বিষয়ে দীর্ঘদিন ভুল তথ্যের প্রচার করা হচ্ছে বলেও জানায় সিবিএসই। এই আবহে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা মেনে নিয়েছে বোর্ড। (আরও পড়ুন: শুধু বকেয়া ডিএ-তে সন্তোষ নয়, সরকারের ওপর সাঁড়াশি চাপ বাড়ালেন সরকারি কর্মীরা)
আরও পড়ুন: হবে বড় ঘোষণা, ডিএ-র দাবি না মানলেও নয়া ছকে কর্মীদের মন খুশি করার ছক সরকারের
এই আবহে সেই বিভ্রান্তি দূর করে সমস্ত স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, চলতি শিক্ষাবর্ষে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণি ছাড়া অন্যান্য সমস্ত শ্রেণির পড়ুয়াদের পুরনো পাঠ্যবই ব্যবহার করেই ক্লাস করাতে হবে। এদিকে এই নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি-র তরফ থেকেও একটি বিবৃতি পেশ করা হয় ১০ জুলাই, বুধবার। এনসিইআরটি-র জারি করা সেই বিবৃতিতে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের নতুন বই জুলাইয়ের মধ্যেই পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে। উল্লেখ্য, এর আগে সিবিএসই-র তৃতীয় শ্রেণির পাঠ্যক্রমের ‘কনসাইজ গাইডলাইন’ পেশ করেছিল এনসিইআরটি। এদিকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ‘ব্রিজ কোর্স’ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। (আরও পড়ুন: ২০২৫ সালে শেয়ার বাজারে লিস্টিং হবে রিলায়েন্স জিও-র, ভ্যালুয়েশন শুনলে ঘুরবে মাথা)
উল্লেখ্য, এর আগে গত ২২ মার্চ সিবিএসই-র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রকাশ করছে। চলতি শিক্ষাবর্ষ থেকে ওই বইগুলি সংশ্লিষ্ট ক্লাসের জন্য ব্যবহার করতে হবে। সেই মতই ১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস চলছে। তবে এরই মধ্যে সমস্ত শ্রেণির পাঠ্যক্রম এবং পাঠ্যবইয়ের পরিবর্তন হচ্ছে বলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। যার জেরে বিভ্রান্ত হন পড়ুয়া থেকে অভিভাবকরা। এই আবহে যাবতীয় বিভ্রান্তি দূর করতে আসরে নামল খোদ সিবিএসই। বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, তৃতীয় ও ষষ্ঠ শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির পাঠ্যক্রম কিংবা পাঠ্যবইয়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।