
CBSE class 10 and 12 exam 2021 Date: পালটাল পরীক্ষার দিন, দেখে নিন সূচি
১ মিনিটে পড়ুন . Updated: 05 Mar 2021, 05:06 PM IST- দেখে নিন সংশোধিত সূচি।
পরীক্ষা শুরুর দিন পরিবর্তন করা হল না। তবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কয়েকটি বিষয়ের সূচি পালটানো হল। শুক্রবার সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে গিয়ে তা দেখা যাবে।
সংশোধিত সূচি অনুযায়ী, একইদিনে (আগামী ৪ মে) থেকে শুরু হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আগের মতোই দশম শ্রেণির পরীক্ষা চলবে ৭ জুন পর্যন্ত। তবে বিজ্ঞানের পরীক্ষা ১৫ মে'র পরিবর্তে হবে ২১ মে। অঙ্ক পরীক্ষা হবে ২ জুন। আগে সেই পরীক্ষা হওয়ার কথা ছিল ২১ মে।
অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আগামী ১৭ জুন। নয়া সূচি অনুযায়ী, ১৪ জুন শেষ হবে পরীক্ষা। পদার্থবিজ্ঞান (ফিজিক্স) পরীক্ষা ১৩ মে থেকে পিছিয়ে ৮ জুন করা হয়েছে। ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। ভূগোল পরীক্ষার দিনও পরিবর্তন করা হয়েছে। ২ জুনের পরিবর্তে পরীক্ষা হবে ৩ জুন।
দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি
দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি
কীভাবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট দেখা যাবে?
১) সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে যেতে হবে।
২) হোম পেজে 'Lastest update' দেখাবে। তাতে ‘Revised Date Sheet for Board Examination 2021 | Class Xth | Class XIIth - 05/03/2021’ লেখা আছে।
৩) ক্লাস বেছে নিতে হবে। দিয়ে সেই ক্লাসের উপর ক্লিক করতে হবে।
৪) পিডিএফ ফর্ম্যাটে আসবে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট।
৫) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য ডাউনলোড রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।