আগামী ৪ জুলাই প্রকাশিত হতে পারে সিবিএসই দশম শ্রেণির ফলাফল। সপ্তাহখানেক পরে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হতে পারে। এমনটাই জানানো হয়েছে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও বিষয়টি নিয়ে সিবিএসইয়ের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, অসম-সহ একাধিক রাজ্য বোর্ড দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে। গত ৩ জুন প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Results 2022)। ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Results 2022) ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: CBSE Syllabus Changed: আমূল পরিবর্তন CBSE-র পাঠ্যক্রমে, বাদ পড়ল গুজরাট দাঙ্গা থেকে ঠান্ডা লড়াই
তবে এখনও পর্যন্ত দশম (CBSE Class 10th and 12th Results) এবং দ্বাদশ শ্রেণির (CBSE Class 12th Results 2022) ফলাফল প্রকাশের বিষয়ে কোনওরকম উচ্চবাচ্য করেনি সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই)। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৮ জুলাই সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ হতে পারে। ১০ জুলাইয়ের আশপাশে দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা করতে পারে সিবিএসই।
আরও পড়ুন: WBJEE Result 2022: জয়েন্টের প্রথম দশে CBSE-র দাপট, মাত্র ২ জন WBCHSE-র পড়ুয়া
সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা
২৬ এপ্রিল থেকে শুরু হয়েছিব সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছিল, ১৫ জুন পুরো পরীক্ষা মিটবে। ২৬ এপ্রিল থেকেই শুরু হয়েছিল দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা। চলেছে ২৪ মে পর্যন্ত।