সিবিএসই বোর্ড পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা উত্তরপত্রের পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে। উত্তরপত্রের ফোটোকপি এবং নম্বর যাচাইয়ের জন্যও আবেদন করা যাবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, আগামী ২১ মে পর্যন্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আর দশম শ্রেণির পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হবে সোমবার (২০ মে) থেকে। চলবে আগামী শুক্রবার (২৪ মে) পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিটি বিষয়ের জন্য ৫০০ টাকা লাগবে।
CBSE বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন
কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, যে পরীক্ষার্থীরা নম্বর যাচাইয়ের জন্য আবেদন করছে, তারা শুধুমাত্র মূল্যায়ন হয়ে যাওয়া উত্তরপত্রের ফোটোকপি পাবে। যে পরীক্ষার্থীরা উত্তরপত্র পেয়ে যাবে, তারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।
কীভাবে CBSE দশম এবং দ্বাদশ বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদন করতে হবে?
১) এই লিঙ্কে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের - ক্লিক করুন।
২) ওই পেজ খুললেই 'Online Application for Verification of marks, Photocopy of answer books and re-evaluation for Examination 2024 (Main)' দেখতে পাবে পরীক্ষার্থীরা। নীচেই থাকবে 'CLICK HERE TO APPLY ONLINE'। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। যাঁরা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চান, তাঁদের ওই পেজের বাঁ-দিকে থাকা 'Apply for Verification - Class 12' লিঙ্কে ক্লিক করতে হবে। যার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল, তাদের ক্লিক করতে হবে 'Apply for Verification - Class 10' লিঙ্কে।
৪) 'Apply for Verification - Class 10' বা 'Apply for Verification - Class 12'-তে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর, স্কুল নম্বর এবং সেন্টার নম্বর দিয়ে 'Proceed' করতে হবে। তারপর আবেদন করতে হবে পরীক্ষার্থীদের।