বাংলা নিউজ > কর্মখালি > CBSE Class 10th Result 2024 Declared: দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট ঘোষণা CBSE-র! ৯৫%-র বেশি নম্বর পেল আরও অধিক পড়ুয়া

CBSE Class 10th Result 2024 Declared: দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট ঘোষণা CBSE-র! ৯৫%-র বেশি নম্বর পেল আরও অধিক পড়ুয়া

CBSE Class 10th Result 2024 Declared: সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট প্রকাশিত হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)

CBSE Class 10th Result 2024 Declared: সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট প্রকাশিত হল। দ্বাদশ শ্রেণির মতো পাশের হারের নিরিখে দাপুটে ফল করল দক্ষিণ ভারত। সেইসঙ্গে এবার ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির রেজাল্ট। এবার পাশের হার হল ৯৩.৬ শতাংশ। যা গতবারের থেকে ০.৪৮ শতাংশ বেশি। গতবার পাশের হার ছিল ৯৩.১২ শতাংশ। পাশের হার বৃদ্ধির মতো গতবারের তুলনায় ২০২৪ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯০ শতাংশ বা তার বেশি এবং ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা বেড়েছে। আর তুমিও সেই তালিকায় আছো কিনা, সেটা দেখার জন্য cbseresults.nic.in-তে যেতে হবে। সেখান থেকেই পড়ুয়ারা রেজাল্ট দেখতে পারবে। সেইসঙ্গে digilocker.gov.in, results.gov.in-র মতো জায়গা থেকেও CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে।

CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের ইতিবৃত্ত

— এবার সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ২২,৫১,৮১২ জন নাম নথিভুক্ত করেছিল। পরীক্ষা দিয়েছিল ২২,৩৮,৮২৭ জন। ২০,৯৫,৪৬৭ জন পাশ করেছে। পাশের হার হল ৯৩.৬ শতাংশ।

— ২০২৪ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৪৭,৯৮৩ জন। অর্থাৎ ২.২৮ শতাংশ পড়ুয়া ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। গতবার পেয়েছিল ৪৪,২৯৭ জন। যা শতাংশের বিচারে ছিল ২.১৯।

আরও পড়ুন: HS 2024 Topper Success Tips: মোবাইল না থাকা, খেলাধুলো- উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়ে টিপস দিলেন নরেন্দ্রপুরের ছাত্র

— এবার সব বিষয়ে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ছাড়িয়ে গিয়েছে দু'লাখের গণ্ডি। গতবার যে সংখ্যাটা ছিল ১৯৫,৭৯৯।

— দ্বাদশ শ্রেণির মতোই অঞ্চল-ভিত্তিক পাশের হারের তালিকার শীর্ষে আছে ত্রিবান্দ্রম (৯৯.৭৫ শতাংশ)। তারপর আছে যথাক্রমে বিজয়ওয়াড়া (৯৯.৬ শতাংশ), চেন্নাই (৯৯.৩ শতাংশ) এবং বেঙ্গালুরু (৯৯.২৬ শতাংশ)। অর্থাৎ দ্বাদশ শ্রেণির মতো প্রথম চারে আছে ত্রিবান্দ্রম, বিজয়ওয়াড়া, চেন্নাই এবং বেঙ্গালুরু।

আরও পড়ুন: ISC 2024 'Topper' Ritisha Bagchi: ৯৯.৭৫% পেয়ে রাজ্যে ISC-তে ‘প্রথম’ রীতিশা! ইতিহাস নিয়ে পড়ে হতে চান সাংবাদিক

CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে পারবেন?

১) প্রথমেই cbseresults.nic.in-তে যেতে হবে পড়ুয়াদের।

২) যে পেজ খুলবে, সেটার প্রথমেই তিনটি লিঙ্ক দেখা যাবে। তিনটি লিঙ্ক দেওয়া আছে। 'Secondary School Examination (Class X) Results 2024 (Link 1) - Announced on 13th May 2024', 'Secondary School Examination (Class X) Results 2024 (Link 2) - Announced on 13th May 2024' এবং ‘Secondary School Examination (Class X) Results 2024 (Link 3) - Announced on 13th May 2024’ রয়েছে। যে কোনও একটি লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরেই আছে 'Secondary School Examination (Class X) 2024'। রোল নম্বর, স্কুল নম্বর, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি দিতে হবে। তাহলেই স্ক্রিনে CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে পড়ুয়ারা।

CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে

কর্মখালি খবর

Latest News

গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে ২০০৮ সালেই রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.