সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি নম্বর পেলেন সাউথ পয়েন্টের দুই পড়ুয়া। এবার সাউথ পয়েন্ট স্কুল থেকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছেন বিজ্ঞান বিভাগের সৌম্যদিত্য চন্দ্র। তিনি ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন। কলা বিভাগ (আটর্স) থেকে শীর্ষে আছেন অনিশা ভট্টাচার্য (৯৮ শতাংশ)। বাণিজ্য (কমার্স) বিভাগে শীর্ষস্থান দখল করেছেন কুন্দন হিরওয়াত। তাঁর প্রাপ্ত নম্বর ৯৭.৬ শতাংশ। তবে গতবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দু'জন ৯৯ নম্বর পেয়েছিলেন। হিউম্যানিটিজ বা কলা বিভাগের অভিয়া রায় এবং বিজ্ঞান বিভাগের জাহ্নবী সাউ। জাহ্নবী তো রাজ্য জয়েন্টও দারুণ ফল করেছিলেন।
সাউথ পয়েন্ট স্কুলের তরফে বলা হয়েছে, ‘আমাদের যে পড়ুয়ারা জঙ্গলমহলের বাসিন্দা, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য তাঁদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের গর্বিত করেছেন লক্ষ্মণ মাণ্ডি, সাগেন কিস্কু, শিশিরকুমার মাণ্ডি, রুমা হাঁসদা এবং লক্ষ্মীমণি মুদি। মাইলফলক পার করার আগে তথা সাফল্যের সঙ্গে স্কুলের গণ্ডি পার করার জন্য ওঁরা অনেক পথ অতিক্রম করেছেন।’
সাউথ পয়েন্টের সার্বিক ফলাফল
১) মোট পরীক্ষার্থী: ৫৮০।
২) ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর: ৬৩ জন (১০.৮৬ শতাংশ)।
৩) ৯০ শতাংশ থেকে ৯৪.৮ শতাংশ: ১০৬ জন (১৮.২৮ শতাংশ)।
৪) ৮০ শতাংশ থেকে ৮৯.৮ শতাংশ: ১৭২ জন (২৯.৬৬ শতাংশ)।
৫) ৭৫ শতাংশ থেকে ৭৯.৮ শতাংশ: ৭১ জন (১২.২৪ শতাংশ)।
৬) ৭০ শতাংশ থেকে ৭৪.৮ শতাংশ: ৪৬ জন (৭.৯৩ শতাংশ)।
৭) ৬৫ শতাংশ থেকে ৬৯.৮ শতাংশ: ৬০ জন (১০.৩৪ শতাংশ)।
৮) ৬৫ শতাংশের কম: ৬২ জন (১০.৬৯ শতাংশ)।
সাউথ পয়েন্টের স্কুলের শীর্ষ স্থানাধিকারী
১) সৌম্যদিত্য চন্দ্র: ৯৮.২ শতাংশ।
২) অনিশা ভট্টাচার্য: ৯৮ শতাংশ।
৩) কুন্দন হিরওয়াত: ৯৭.৬ শতাংশ।
৪) আদভয় ধর: ৯৭.৪ শতাংশ।
৫) রোমিত বন্দ্যোপাধ্যায়: ৯৭.৪ শতাংশ।
৬) অর্ক মিত্র: ৯৭.৪ শতাংশ।
সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল
আজ সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ঠেকেছে ৮৭.৩৩ শতাংশে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, এবার ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ১,১২,৮৩৮। যে সংখ্যাটা গত বছর ছিল ১,৩৪,৭৯৭। সেখানে ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২২,৬২২ জন। ২০২২ সালে যে সংখ্যাটা ছিল ৩৩,৪৩২। তবে ২০১৯ সালের থেকে এবার ৯০ শতাংশ এবং ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা অনেকটা বেশি।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী আছড়ে পড়ার আগে ২০১৯ সালে সাধারণ ছন্দেই পরীক্ষা হয়েছিল। ২০২০ সাল এবং ২০২১ সালে ৩০:৭০ অনুপাতে নম্বর দিয়েছিল বোর্ড। গতবার দুটি সেশনে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হয়েছিল। ২০২৩ সালে বার্ষিক একটি পরীক্ষা নেয় কেন্দ্রীয় বোর্ড।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)