প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখা যাবে ডিজিলকারের মাধ্যমেও (results.digilocker.gov.in)। তারইমধ্যে এবার একধাক্কায় প্রায় ৫.৫ শতাংশ কমে গিয়েছে পাশের হার। তবে প্রাক-করোনাভাইরাস সময়ের থেকে পাশের হার বেশি আছে। সেইসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে কোনও মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। যে ০.১ শতাংশ পড়ুয়া সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁদের বিশেষ শংসাপত্র প্রদান করবে বোর্ড।
কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-তে ক্লিক করুন।
২) ‘RESULTS’-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
৩) সেখানে ‘CBSE Class 12th Result 2023’ লিঙ্ক আছে। তাতে ক্লিক করতে হবে।
৪) নয়া একটি পেজ খুলে যাবে। সেই পেজে 'Senior School Certificate Examination (Class XII) Results 2023'-র নীচে 'Enter your Roll Number', 'Enter School No.' এবং 'Enter Admit Card ID' দিয়ে 'Submit' করতে হবে।
৫) স্ক্রিনে আপনার সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
CBSE Class 12th Result 2023 দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে।
ডিজিলকারের মাধ্যমে কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল দেখ যাবে?
১) results.digilocker.gov.in-তে ক্লিক করতে হবে। একটি নয়া পেজ খুলে যাবে।
২) 'CENTRAL BOARD OF SECONDARY EDUCATION Examination 2023- Result'-র নীচে রোল নম্বর, ক্লাস এবং স্কুল নম্বর দিতে হবে। 'I have read and agree to terms of use'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের। তারপর 'Submit' করতে হবে।
৩) স্ক্রিনে সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখাবে।
সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের আপডেট
১) সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় এবার পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যা গত বছরের থেকে অনেকটা কম। গতবার পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ। এবার মোট ১৬,৬০,৫১১ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন ১৪,৫০,১৭৪। তবে সিবিএসইয়ের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারীর আগে যখন পরীক্ষা হয়েছিল, তখনের থেকে পাশের হার বেশি আছে। ২০১৯ সালে পাশের হার ছিল ৮৩.৪ শতাংশ।
আরও পড়ুন: Madhyamik 2023 Results: মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন, আরও চাপ বাড়বে পড়ুয়াদের
২) এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কোনও মেধাতালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করেনি সিবিএসই। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় রাশ টানতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনও জানানো হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, যে ০.১ শতাংশ পড়ুয়ারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁদের শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করা হবে।
৩) ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯০.৬৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৪.৬৭ শতাংশ। ট্রান্সজেন্ডার পড়ুয়াদের পাশের হার ৬০ শতাংশ।
৪) স্কুলের নিরিখে সেরা ফল করেছে জহর নবোদয় বিদ্যালয়। পাশের হার ৯৭.৫১ শতাংশ। তারপর আছে যথাক্রমে সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল অ্যাডমিনিস্ট্রেশন (৯৬.৭৭ শতাংশ) এবং কেন্দ্রীয় বিদ্যালয় (৮২.৫১ শতাংশ)।
৫) অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষস্থান দখল করেছেন ত্রিবান্দ্রম অঞ্চল। পাশের হার ৯৯.৯১ শতাংশ। তারপর আছে যথাক্রমে বেঙ্গালুরু (৯৮.৬৪ শতাংশ), চেন্নাই (৯৭.৪ শতাংশ), দিল্লি পশ্চিম (৯৩.২৪ শতাংশ), চণ্ডীগড় (৯১.৮৪ শতাংশ) এবং দিল্লি পূর্ব (৯১.৫ শতাংশ)।
৬) এবার সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় এক লাখের বেশি পড়ুয়া ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন (১,১২,৮৩৮ জন)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)