কে প্রথম হয়েছেন? দ্বিতীয় বা তৃতীয় স্থানে কারা আছেন? প্রথম দশে কারা ঠাঁই পেয়েছেন? বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সেদিকেই যেন বাড়তি নজর থাকে সকলের। তবে সেই চিরাচরিত পথে হাঁটল না সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসআই)। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও কোনও মেধাতালিকা বা মেরিট লিস্ট দেওয়া হল না। সিবিএসইয়ের তরফে জানানো হয়েছে, ‘অস্বাস্থ্যকর প্রতিযোগিতা' এড়াতে মেধাতালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ০.১ শতাংশ পড়ুয়াকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে।
শুক্রবার সকালে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় বোর্ডের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘পড়ুয়াদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে সিবিএসই কোনও মেধাতালিকা প্রকাশ করবে না। তবে ০.১ শতাংশ পড়ুয়াকে মেরিট সার্টিফিকেট (মেধা শংসাপত্র) প্রদান করবে বোর্ড। যে পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।’
এমনিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় (CBSE Class 12th Result 2023) পাশের হার অনেকটা কমেছে (৫.৩৮ শতাংশ)। গতবার যেখানে পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ, এবার সেটা কমে দাঁড়িয়েছে ৮৭.৩৩ শতাংশ। তবে করোনাভাইরাস মহামারী আছড়ে পড়ার আগে ২০১৯ সালে যখন দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল, সেইসময়ের থেকে এবার পাশের হার বেশি। ২০১৯ সালে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ছিল ৮৩.৪ শতাংশ। সেইসময় বছরে একবারই বার্ষিক বোর্ড পরীক্ষা নেওয়া হত। ২০২৩ সালেও সেভাবেই পরীক্ষা হয়।
আরও পড়ুন: Madhyamik 2023 Results: মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন, আরও চাপ বাড়বে পড়ুয়াদের
বিষয়টি নিয়ে সিবিএসইয়ের এক শীর্ষ আধিকারিক বলেছেন, '২০২২-২৩ শিক্ষাবর্ষের পড়ুয়াদের ক্ষেত্রে একটি টার্মের বার্ষিক বোর্ড পরীক্ষা চালু করেছে সিবিএসই। তাই পাশের হার কমে গিয়েছে। তবে প্রাক-করোনাভাইরাস কাল তথা ২০১৯ সালের থেকে পাশের হার বেড়েছে। ২০১৯ সালে পাশের হার ছিল ৮৩.৪ শতাংশ।' উল্লেখ্য, আগামী বছরও এবারের মতো পরীক্ষা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় বোর্ড।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)