এবার বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভারতীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছে সিবিএসই। সম্প্রতি সিবিএসই বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকদের কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় ওই শিক্ষকরা দাবি করেছেন, বোর্ড পরীক্ষার বিষয় এবং প্রশ্নগুলি আগে থেকেই তাঁরা জানেন। এমনকী কয়েক জন শিক্ষক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও করেছিলেন। যা বোর্ড পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। উদ্বেগ প্রকাশ করেছিল পড়ুয়ারা, তাঁদের অভিবাবকরা।
এরপরেই তড়িঘড়ি সিবিএসই কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভারতীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসে। পরে সিবিএসই-র এক আধিকারিক বলেন, 'সোশ্যাল মিডিয়ায় সিবিএসই বোর্ড পরীক্ষা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে এবং তা মোকাবেলা করতে আমরা সিইআরটি-ইনের আধিকারিক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া জায়ান্টের প্রধানদের সঙ্গে যৌথ বৈঠক করেছি।'
তিনি আরও বলেন, 'সিবিএসই বোর্ড ২০১৯ সালে ভুল প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলি পরীক্ষা করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি তৈরি করে। বোর্ড পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কোনও ভুল তথ্য পেলে আমরা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে চিঠি লিখি। আমরা সমস্যাগুলি সমাধানে তথ্যগুলির লিঙ্ক সরবরাহ করি এবং সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। আমরা আইন বিভাগের কাছেও অভিযোগ দায়ের করি।'
তবে শুধু সিবিএসই নয় গত বছর নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ারও অভিযোগ উঠেছিল। যদিও সেই সময় নিটের আয়োজক সংস্থা এনটিএয়ের সিনিয়র ডিরেক্টর সাধনা পরাশর দাবি করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় নিটের প্রশ্নপত্র বলে যতগুলি ছবি পড়েছে, সেগুলির সঙ্গে আদতে নিটের প্রশ্নপত্রের ছিঁটেফোটা মিল নেই।