CBSE On Board Exam: পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতি নিয়ে রটে যাওয়া ভুয়ো খবরের বিরুদ্ধে এবার মুখ খুলল সিবিএসই। সম্প্রতি একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে, ২০২৫ সালে অন্যবারের মতোই এক নিয়মে পরীক্ষা হবে। পরীক্ষার সময় কোনও ওপেন বুক এক্সামের নিয়ম থাকবে না। পাশাপাশি কমানো হবে না সিলেবাসের পরিমাণও। দশম ও দ্বাদশ দুই শ্রেণির জন্যই এটি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বোর্ড।
আরও পড়ুন - হিজাব না পরলেই সোজা ‘যন্তরমন্তর ঘর’, চলবে ‘মগজ ধোলাই’! ইরানে চালু হল ক্লিনিক
কী ভুয়ো খবর ছড়িয়েছিল?
সম্প্রতি সিবিএসই বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা নিয়ে একটি ভুয়ো খবর প্রকাশিত হয়েছিল। বেশ কিছু অনলাইন পোর্টাল ও খবরের কাগজে এই রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, ২০২৫ সালে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষার সিলেবাস ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। পাশাপাশি ওপেন বুক এক্সাম নেওয়া হবে বলেও দাবি করা হয় কিছু রিপোর্টে। কিন্তু এর প্রত্যেকটিই যে ভুয়ো, তা সম্প্রতি একটি বিবৃতি জারি করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সিবিএসই বোর্ড।
আরও পড়ুন - তুলসীপাতা কখন বাসি হয়? শুকিয়ে ফেলে দেওয়ার সঠিক নিয়ম জানেন তো
কী বলা হয়েছে বিবৃতিতে?
বিবৃতিতে প্রথমেই উল্লেখ করা হয় ভুয়ো খবরটির কথা। বলা হয়, সম্প্রতি সিবিএসই-র নাম করে বেশ কিছু খবরের পোর্টাল ও কাগজ জানিয়েছে বোর্ড পরীক্ষার সিলেবাস কমিয়ে দেওয়া হবে। ১৫ শতাংশ পর্যন্ত সিলেবাস কমানো হবে বলে দাবি করা হয় রিপোর্টগুলিতে। অন্যদিকে ওপেন বুক এক্সামও নেওয়া হবে বলে জানানো হয় ওই পোর্টালগুলিতে (CBSE Official Statement On Fake News)। বিবৃতির মাধ্যমে সিবিএসই বলে, এই ধরনের কোনও নির্দেশিকা তারা জারি করেননি। পাশাপাশি সিলেবাসেও এই বছর কোনও বদল আনা হয়নি। এই খবরটিকে সম্পূর্ণ ভুয়ো খবর বলে দাবি করে সিবিএসই।
আরও পড়ুন - ইন্ডিয়া গেট, তাজমহল উধাও একে একে! দূষণের জেরে দিল্লিতে লম্বা ‘নিখোঁজ’ তালিকা
অভিভাবক ও পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা
এই প্রসঙ্গে, অভিভাবক ও পড়ুয়াদের উদ্দেশ্যেও বার্তা দেয় সিবিএসই। ওই বিবৃতিতেই বলা হয়, অভিভাবকরা যেন এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করেন। পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত কোনও আপডেট পেতে হলে সিবিএসই-র মূল ওয়েবসাইটটি ফলো করতে বলা হয়। এছাড়াও, পড়ুয়াদের উদ্দেশ্যেও একই কথা বলে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।