বাংলা নিউজ > কর্মখালি > CBSE Result 2020: রেজাল্ট দেখা থেকে মার্কশিট,এখন CBSE দশম-দ্বাদশের ফলাফলের গুরুত্বপূর্ণ বিষয় জানুন

CBSE Result 2020: রেজাল্ট দেখা থেকে মার্কশিট,এখন CBSE দশম-দ্বাদশের ফলাফলের গুরুত্বপূর্ণ বিষয় জানুন

আগামী বুধবারের মধ্যেই প্রকাশিত হতে পারে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দেখে নিন রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য। যা এই মুহূর্তে পড়য়াদের জন্য গুরুত্বপূর্ণ।

এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে আগামী বুধবারের মধ্যেই প্রকাশিত হতে পারে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। 

করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা এবং ফল প্রকাশ নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা দরকার, তা একনজরে দেখে নেওয়া যাক -

স্থগিত পরীক্ষা পরে দেওয়ার সুযোগ পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা 

মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি অনুকূল হলে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্থগিত হওয়া পরীক্ষায় বসে নম্বর বাড়ানোর সুযোগ পাবে। তা অবশ্য বাধ্যতামূলক নয়। পড়ুয়ারা চাইলে সেই পরীক্ষা দিতে পারবে। সিবিএসই পরীক্ষার কন্ট্রোলার স্যানয়াম ভরদ্বাজ ইতিমধ্যে জানিয়েছেন, নিজেদের প্রাপ্ত নম্বর ভালো করার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আবার পরীক্ষা দিতে পারে। তা ঐচ্ছিক। তবে যে পড়ুয়ারা ঐচ্ছিক পরীক্ষা দেবে, তাদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

দশম শ্রেণির পড়ুয়াদের আর পরীক্ষা নেওয়া হবে না। মূল্যায়নের ভিত্তিতে যে নম্বর পেয়েছে পড়ুয়ারা, সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

নয়া মূল্যায়ন পদ্ধতি 

যে পড়ুয়ারা তিনটির বেশি বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে সেরা তিনের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। যে পরীক্ষার্থীরা তিনটি বিষয়ের পরীক্ষায় বসেছে, তাঁদের ক্ষেত্রে সেরা দুইয়ের ভিত্তিতে বাকি নম্বর হিসেব করা হবে। তবে হাতেগোনা পড়ুয়ারা একটি বা দু'টি পরীক্ষা দিয়েছে। মূলত তারা দিল্লির বাসিন্দা। সেক্ষেত্রে যে কটি বিষয়ের পরীক্ষা দিয়েছে, সেগুলির নম্বর এবং ইন্টারনাল বা প্র্যাকটিকালের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

এবার মেধাতালিকা হয়তো প্রকাশ করা হবে না

এবার দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মেধাতালিকা প্রকাশ নাও করতে পারে সিবিএসই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক বোর্ড কর্তা জানিয়েছেন, মূল্যায়ন পদ্ধতিতে নম্বর ঠিক করা হচ্ছে। এই পরিস্থিতিতে মেধাতালিকা তৈরি করার কোনও যুক্তি নেই। সেক্ষেত্রে পড়ুয়ারা শুধুমাত্র নিজেদের নম্বর দেখতে পাবেন।

ফল প্রকাশের ভুয়ো নোটিশ

এখনও চূড়ান্ত হয়নি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সোশ্যাল মিডিয়ায় যে তারিখ ছড়িয়েছে, তা ভুয়ো বলে জানিয়েছেন বোর্ডের জনসংযোগ আধিকারিক রামা শর্মা।

ওয়েবসাইটে কীভাবে ফল দেখা যাবে? 

চলতি বছর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল ১৮ লাখ পড়ুয়া। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পড়ুয়া সংখ্যা ছিল ১২ লাখ। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পড়ুয়ারা cbseresults.nic.in, cbse.nic.in এবং results.nic.in সাইটে রেজাল্ট দেখতে পারবে।

অ্যাপের মাধ্যমে কীভাবে ফল দেখা যাবে?

UMANG এবং DigiResults অ্যাপে নিজেদের ফল দেখতে পাবে পড়ুয়ারা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোনে UMANG অ্যাপ পাওয়া যায়। DigiResults শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে মিলবে।

কীভাবে মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়া যাবে?

‘পরিণাম মঞ্জুশা’-র (Parinam Manjusha) মাধ্যমে ডিজিটাল মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট, পরীক্ষায় পাশের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। সেটি digilocker.gov.in সাইটে DigiLocker-এর সঙ্গে সংযুক্ত। DigiLocker অ্যাকাউন্ট সংক্রান্ত পড়ুয়াদের নথিভুক্ত ফোন নম্বরে পাঠানো হবে। যে নম্বরটি বোর্ডের কাছে দেওয়া আছে, সেই নম্বরেই প্রয়োজনীয় তথ্য যাবে।

কর্মখালি খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.