বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০২৩-২৪ সালে... more
বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০২৩-২৪ সালের বাজেট ঘোষণা করেন। আর তাতে IIM-এর জন্য তহবিল কমানো হয়। ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
1/5দেশের অন্যতম প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান IIM-এর জন্য বরাদ্দ কম করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় বাজেটে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অনুদানে কাটছাঁট করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (Bloomberg)
2/5বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০২৩-২৪ সালের বাজেট ঘোষণা করেন। আর তাতে IIM-এর জন্য তহবিল কমানো হয়। ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
3/5২০২২-২৩ সালের বাজেট এস্টিমেট (BE) অনুসারে, IIM-গুলির জন্য ৬৫৩.৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ফলে তার তুলনায় অর্ধেকেরও কম টাকা বরাদ্দ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (Bloomberg)
4/5বাজেটে ২০২৩-২৪ অর্থবর্ষে উচ্চশিক্ষা খাতে ৪৪,০৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি গতবারের তুলনায় ৮ শতাংশ বেশি। ফাইল ছবি: আইআইএম (Bloomberg)
5/5বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মাধ্যমে পুরনো IIM-গুলি সেভাবে প্রভাবিত না-ও হতে পারে। তবে তুলনামূলকভাবে নতুন IIM কেন্দ্রগুলির বাজেটে টান পড়তে পারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Bloomberg)