বাংলা নিউজ > কর্মখালি > Central Government Jobs: ৪.৭৫ লাখের বেশি শূন্যপদে শীঘ্রই নিয়োগ, জানাল কেন্দ্র

Central Government Jobs: ৪.৭৫ লাখের বেশি শূন্যপদে শীঘ্রই নিয়োগ, জানাল কেন্দ্র

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

জানুয়ারিতেই কেন্দ্রের সব মন্ত্রক, দফতর, বিভাগ ও অফিসে শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।শীঘ্রই চার লাখ ৭৫ হাজারেরও বেশি শূন্যপদ পূরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাজ্যসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

আরও পড়ুন : DA বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের 7th Pay Commission-এর সুপারিশ অনুযায়ী- কতটা বাড়বে মাইনে?

সাংসদ কিরোদি লাল মীনার প্রশ্নের লিখিত জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাতে মন্ত্রী জানান, ২০১৯-২০ সালে শুধুমাত্র কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি), স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই (আরআরবি) ১,৩৪,৭৮৫ পদে নিয়োগের সুপারিশ করেছে।

আরও পড়ুন : DA বৃদ্ধি 7th Pay Commission সুপারিশ অনুযায়ী- লাভবান হবেন ৪৮ লাখ central government employees

মন্ত্রী বলেন, 'এছাড়াও ইতিমধ্যে আরও ৩,৪১,৯০৭ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, আরআরবি, ডাক বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রক।'

আরও পড়ুন : West Bengal Govt Teacher Recruitment: উচ্চমাধ্যমিক পাশে শিক্ষক নিয়োগ, দেখুন যাবতীয় তথ্য

বেকারত্বের হারে কমাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত জানুয়ারিতেই কেন্দ্রের সব মন্ত্রক, দফতর, বিভাগ ও অফিসে শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল।

বন্ধ করুন