কম্বাইনড হাইয়ার সেকেন্ডার লেভেল (সিএইচএএল) পরীক্ষায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়া। আগামী ৭ মার্চ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট, পোস্টাল অ্যাসিসট্যান্ট/সর্টিং অ্যাসিসট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর (ক্যাগের ডেটা এন্ট্রি অপারেটর ছাড়া): স্বীকৃত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণিতে পাশ করতে হবে।
২) ক্যাগে ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেড 'এ': স্বীকৃত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক-সহ বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে পাশ করতে হবে।
বয়সসীমা
চলতি বছরের ১ জানুয়ারির নিরিখে বয়স বিবেচনা করা হবে। ১৮ থেকে ২৭ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৯৯৫ সালের ২ জানুয়ারির আগে এবং ২০০৪ সালের ১ জানুয়ারির পর যে প্রার্থীরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ছাড় মিলবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম (অসংরক্ষিত) প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ১০ বছর, বিশেষভাবে সক্ষম (ওবিসি) প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ১৩ বছর, বিশেষভাবে সক্ষম (তফসিলি জাতি ও উপজাতি) প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ১৫ বছর ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে ছাড় আছে।
বেতন
১) লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট: পে লেভেল-২ (মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা)।
২) পোস্টাল অ্যাসিসট্যান্ট/সর্টিং অ্যাসিসট্যান্ট: পে লেভেল-৪ (মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা)।
৩) ডেটা এন্ট্রি অপারেটর: পে লেভেল-৪ (মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা) এবং লেভেল-৫ (মাসিক ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা)।
৪) ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেড 'এ': পে লেভেল-৪ (মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা)।
কীভাবে আবেদন করতে করতে হবে?
১) স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে যান।
২) স্ক্রিনের ডানদিকে ‘Register Now’-তে গিয়ে রেজিস্টার করতে হবে।
৩) সেখানে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড রেখে দিতে হবে।
৪) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড লগইন করুন।
৫) 'Latest Notifications' ট্যাবের অধীনে ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2021’-তে ক্লিক করুন। তারপর ফর্ম ফিলআপ করুন। সেই ধাপে ছবি, স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।
৬) ফর্ম ফিলআপ করে সাবমিট করুন। ভবিষ্যতের জন্য তা রেখে দিন।
আবেদন ফি
অসংরক্ষিত (জেনারেল) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। অনলাইনে ক্রেডিট কার্ড, ক্রে়ডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। অনলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চালান তুলে ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়া যাবে। তফসিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম, মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ, ২০২২ (রাত ১১ টা)।
অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৮ মার্চ, ২০২২ (রাত ১১ টা)।
অনলাইনে চালান জেনারেশনের শেষ তারিখ: ৯ মার্চ, ২০২২ (রাত ১১ টা)।
ব্যাঙ্কে চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২২।
ভুল শোধরানোর সময় এবং সেজন্য ফি দেওয়ার সময়: ১১ মার্চ থেকে ১৫ মার্চ ২০২২ (রাত ১১ টা)।
প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা: মে, ২০২২।