ইতিমধ্যে শুরু হয়েছে মাল্টি-টাস্কিং (নন-টেকনিকাল) স্টাফের নিয়োগের আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের (এসএসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২১ মার্চ রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
তবে কতগুলি পদে নিয়োগ করা হবে, তা জানানো হয়নি। কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপযুক্ত সময় শূন্যপদের বিস্তারিত বিষয় জানানো হবে। কোনও যদি আপটেডেড শূন্যপদ থাকে, তাহলে তা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।’
শিক্ষাগত যোগ্যতা :
চলতি বছরের ১ জানুয়ারির (০১.০১.২০২১) মধ্যে আবেদনকারীকে স্বীকৃত কোনও বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
আবেদন ফি :
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, তফসিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং এক্স-সার্ভিসম্যানদের কোনও আবেদন ফি লাগবে না। অনলাইনে ইউপিআই, ভিম, নেট ব্যাঙ্কিং, এটিএম এবং ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যাবে।
আবেদনের প্রক্রিয়া :
স্টাফ সিলেকশন কমিশনের (এসএসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
১) অনলাইনে ফর্ম জমা দেওয়ার তারিখ : ৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ।
২) অনলাইনে ফর্ম দেওয়ার শেষ তারিখ : ২১ মার্চ, ২০২১ (রাত ১১ টা ৩০ মিনিট)।
৩) অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৩ মার্চ, ২০২১ (রাত ১১ টা ৩০ মিনিট)।
৪) অফলাইনে চালান জেনারেশনের শেষ তারিখ : ২৫ মার্চ, ২০২১ (রাত ১১ টা ৩০ মিনিট)।
৫) চালানের মাধ্যমে ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার শেষ তারিখ : ২৯ মার্চ, ২০২১ (ব্যাঙ্কের কাজের সময়)।
৬) কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ (টিয়ার-১) : ১ জুলাই থেকে ২০ জুলাই, ২০২১।
৭) ব্যাখ্যামূলক পেপার (টিয়ার-২) : ২০ নভেম্বর, ২০২১।