বাংলা নিউজ > কর্মখালি > শূন্যপদে নিয়োগের জন্য ২৯ ডিসেম্বর CGL পরীক্ষা নেবে এসএসসি
প্রকাশিত হয়েছে SSC CGL ২০১৮ শূন্যপদের তালিকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ শূন্যপদের তালিকা।
CGL শূন্যপদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বিভিন্ন দফতরের অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার গ্রুব বি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট /সুপারিন্টেন্ডেন্ট, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, অডিটর, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট /আপার ডিভিশন ক্লার্ক এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য।
সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস দফতরের অডিটরের। এই পদে কর্মসংস্থানের সুযোগ রয়েছে মোট ৩,০৮২টি।
আগামী ২৯ জানুয়ারি, রবিবার সম্মিলিত স্নাতক স্তরের (CGL) পরীক্ষা নেওয়া হবে। এই সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া যাবে ssc.nic.in. ওয়েবসাইেটে।
কর্মখালি খবর