এদিন প্রায় ৩৮ লক্ষ পড়ুয়া পরীক্ষা পে চর্চা-য় রেজিস্ট্রেশন করেছে। অনলাইনে লাইভে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা। প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রায় ২০ লক্ষ প্রশ্ন জমা করেছে পড়ুয়ারা।
1/6 শুক্রবার নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে 'পরীক্ষা পে চর্চা ২০২৩'-এ যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফি বছরের মতোই বোর্ড পরীক্ষার মরসুম শুরুর আগে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ফাইল ছবি: এএনআই
2/6 এদিন সেই আসরেই এক মজার প্রশ্ন করে দুই পড়ুয়া। তারা জানতে চায়, অনেকেই পরীক্ষার সময়ে 'টুকলি' করে। তারপর ভাল নম্বরও পেয়ে যায়। এদিকে যারা আসল পরিশ্রম করে, তাদের মনোবল তাতে ভেঙে যায়। এর সমাধান কী? ফাইল ছবি: এএনআই
3/6 এই প্রশ্ন শুনে সভায় অনেক পড়ুয়াকে মিটিমিটি হাসতে দেখা যায়। প্রধানমন্ত্রী বলেন, 'এটা তো একটা সমস্যা বটেই। কোনও কোনও পড়ুয়া পরীক্ষায় টুকলির জন্য বেশ সৃজনশীলতার ব্যবহার করে বটে। আগে অনেকে লুকিয়ে লুকিয়ে টুকলি করত। এখন তো সবাই গর্ব করে বলে, সুপারভাইজারকে বোকা বানিয়ে দিলাম! এই চিন্তাধারা, মূল্যবোধের পরিবর্তনটা অত্যন্ত ভয়ঙ্কর।' ফাইল ছবি: এএনআই
4/6 তাঁর কথা শুনে ছাত্রছাত্রীরা হেসে ফেলেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, 'কিছু স্কুল এমনকি টিউশন শিক্ষকরাও টুকলিতে সাহায্য করে, যাতে তাদের ছাত্ররা ভাল নম্বর পায়। আবার অনেকে পড়াশোনা বাদ দিয়ে খুব পরিশ্রম করে টুকলি করে। অনেকে খুব ক্রিয়েটিভ। অনেক কায়দা করে ছোট ছোট হরফে টুকলি বানায়। এই সময়টাই যদি তারা পড়াশোনা করত, কত ভাল নম্বর পেত।' ফাইল ছবি: এএনআই
5/6 এরপর তিনি বলেন, 'কেউ এক-দু'টি পরীক্ষায় টুকলি করে পার পেয়ে যাবে হয় তো। কিন্তু জীবনের সব ধাপে এভাবে তারা পার করতে পারবে না। এদিকে যে ছাত্ররা কঠোর পরিশ্রম করে, আমি তাদের এটুকুই বলব, তোমার নিজের ক্ষমতাই তোমাকে জীবনে সাহায্য করবে। হতে পারে কেউ তোমার থেকে ২-৩ নম্বর বেশি পেল। কিন্তু তার জন্য তোমার জীবন কখনও থেমে যাবে না। তুমি তোমার পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের স্বাদ পাবে। তাই কখনই প্রতারণা করে এমন কারও পথ অনুসরণ করবে না।' ফাইল ছবি: এএনআই
6/6 এদিন প্রায় ৩৮ লক্ষ পড়ুয়া পরীক্ষা পে চর্চা-য় রেজিস্ট্রেশন করেছে। অনলাইনে লাইভে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা। প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রায় ২০ লক্ষ প্রশ্ন জমা করেছে পড়ুয়ারা। তাতে পারিবারিক চাপ, স্ট্রেস ম্যানেজমেন্ট, কীভাবে সুস্থ থাকা যায় এবং কেরিয়ার নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে পড়ুয়ারা। সেগুলি থেকে বাছাই করে কিছু প্রশ্ন তুলে ধরা হয় এদিন। ফাইল ছবি: পিটিআই