বাংলা নিউজ > কর্মখালি > Clerkship Final Exams 2020: ২৭ সেপ্টেম্বর পরীক্ষা আয়োজনে উদ্যোগী WBPSC

Clerkship Final Exams 2020: ২৭ সেপ্টেম্বর পরীক্ষা আয়োজনে উদ্যোগী WBPSC

সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে ক্লার্কশিপ চূড়ান্ত পরীক্ষা হতে পারে।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ৬ হাজারের বেশি শূন্যপদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত কমিশনের।

ক্লার্কশিপ চূড়ান্ত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। নিয়োগ সম্পন্ন হবে চলতি বছরেই। চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে উদ্যোগী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

কমিশন সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে চূড়ান্ত পরীক্ষা হতে পারে। প্রিলিমিনারিতে পাশ করা ৬৬ হাজার প্রার্থী এই চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন। প্রিলিমিনারিতে এ বার রেকর্ড সংখ্যক প্রার্থী সফল হয়েছেন।

সাধারণত বছরের শুরুতে ক্লার্কশিপ-এর প্রিলিমিনারি পরীক্ষা হয়। কিন্তু করোনা অতিমারীর কারণে চূড়ান্ত পরীক্ষা থমকে গিয়েছিল। চাকরি প্রার্থীদের স্বার্থে এবার পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কমিশন।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ৬ হাজারের বেশি পদ শূন্য। তাই সেই সমস্ত পদ দ্রুত পূর্ন করতে চাইছে রাজ্য সরকার।

চলতি বছরের ২৫ জানুয়ারি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। ১০০ নম্বরের মাল্টিপল প্রশ্ন ছিল তাতে। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী। পাশ করেন ৬৬,৪৯২ জন।

চূড়ান্ত পরীক্ষায় প্রার্থীদের ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালির মধ্যে যে কোনও একটি ভাষায় ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলা ও ইংরেজি টাইপ পরীক্ষা দিতে হবে।

বন্ধ করুন