
CMAT 2021 and GPAT 2021 exam: জানুয়ারিতে CMAT ও GPAT। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি কমন ম্যানেজমেন্ট অ্যাডম
১ মিনিটে পড়ুন . Updated: 25 Dec 2020, 02:22 PM IST- এবার ফেব্রুয়ারিতে হবে দুটি পরীক্ষা।
কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (CMAT ২০২১) এবং গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্টের (GPAT ২০২১) বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
CMAT ও GPAT পরীক্ষা নয়া বছরের ২২ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। cmat.nta.nic.in ও gpat.nta.nic.in সাইটে গিয়ে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন লিঙ্কে দেখতে পারবেন।
CMAT ও GPAT সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু এবার করোনার কারণে পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। দুটি পরীক্ষাই দুটি শিফটে হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা। ইতিমধ্যেই পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সংশোধন করা যাবে ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে।
আবেদন পদ্ধতি:
স্টেপ ১: অফিসিয়াল ওয়েবসাইট cmat.nta.nic.in ও gpat.nta.nic.in সাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
স্টেপ ২: New Registration-এ ক্লিক করতে হবে।
স্টেপ ৩: অনলাইনে আবেদন করতে হবে। কোনও অফলাইন আবেদন গ্রহণ করা হবে না।
স্টেপ ৪: রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের নিজস্ব ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
স্টেপ ৫: রেজিস্ট্রেশন শেষ হলে অনলাইন আবেদন করতে হবে।
স্টেপ ৬: সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে।
স্টেপ ৭: এই নম্বর সযত্নে রাখতে হবে ভবিষ্যতে প্রয়োজনের জন্য।
স্টেপ ৮: ছবি, স্বাক্ষরের স্ক্যানড কপি ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।