উত্তর চব্বিশ পরগণার এক পরিচিত ও উল্লেখয়োগ্য শিক্ষা প্রতিষ্ঠান বারাসত গভর্নমেন্ট কলেজ। কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। সমৃদ্ধ গ্রন্থাগার, ল্যাবোরেটারি ও বিভিন্ন বিভাগে বিশিষ্ট অধ্যাপক থাকার কারণে এই কলেজটি পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।
ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বারাসাত গভর্নমেন্ট কলেজ National Assessment and Accreditation Council সমীক্ষায় A grade সার্টিফিকেট প্রাপ্ত।
কলা ও বিজ্ঞান বিভাগে প্রথাগত প্রায় সব সব বিষয়ই স্নাতক স্তরে পড়ানো হয়। কলা বিভাগে বাংলা ও রাষ্ট্র বিজ্ঞানের মতো বিষয় বিশেষ উল্লেখের দাবি রাখে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পদার্থ বিদ্যা, প্রাণীবিদ্যা ও ভূগোল ফলাফলের নিরিখে বিশেষ সুনাম অর্জন করেছে।
কলেজটিতে বাংলা, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ও পদার্থ বিদ্যার মতো বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশুনার ব্যবস্থা আছে।
এই কলেজে কোন কোন বিষয় নিয়ে অনার্স পড়া যায়? দেখে নিন তালিকা।
কলা বিভাগ (B.A. Hons.):
বিষয় | প্রথম ও দ্বিতীয় সেমেস্টার (GE-1) | তৃতীয় ও চতুর্থ সেমেস্টার (GE-2) |
বাংলা | Pol. Sc., Hist, Econ | Sans, Geo, Phil, Hist, Pol.Sc., Eng |
ENGLISH | Pol. Sc., Phil, Econ, Hist | Sans, Geo, Beng, Phil, Hist, Pol.Sc. |
SANSKRIT | Pol.Sc., Hist,Phil, Econ | Geo, Beng, Phil, Pol.Sc., Eng |
POL. SC. | Beng, Phil | Sans, Geo, Hist, Beng, Phil, Econ, Eng |
HISTORY | Pol.Sc., Phil | Sans, Geo, Beng, Pol.Sc., Phil,Eng, Econ |
PHILOSOPHY | Beng, Hist, Pol.Sc. | Sans, Geo, Hist,Pol.Sc.,Beng,Econ, Eng |
GEOGRAPHY | Math, Pol.Sc., Hist, Chem, Bot | Zoo, Economics, Physics |
ECONOMICS | Math, Chem, Botany | Geo, Pol.Sc., Zoo, Eng, Physics |
বিজ্ঞান বিভাগ (B.Sc. Hons.):
বিষয় | প্রথম ও দ্বিতীয় সেমেস্টার (GE-1) | তৃতীয় ও চতুর্থ সেমেস্টার (GE-2) |
ZOOLOGY | Botany | Chemistry |
BOTANY | Chemistry | Zoology |
CHEMISTRY | Math | Physics |
PHYSICS | Math | Chemistry |
MATHEMATICS | Chemistry | Physics |