বর্ধমান শহরে অবস্থিত রাজ কলেজে পশ্চিমবঙ্গের বহু প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটির প্রতিষ্ঠা হয় ১৮৮১ সালে। কলেজটি বর্ধমানবিশ্ববিদ্যালয়ের অন্তর্গত।National Assessment and Accreditation এর সমীক্ষায় কলেজটিB++ গ্রেড প্রাপ্ত। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার ছাত্রছাত্রীদের কাছে এই কলেজ খুবই গুরুত্বপূর্ণ।
কলেজটিতে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের পরিচিত প্রায় সমস্ত বিষয়ই পড়ানো হয়। উপযুক্ত পরিকাঠামো ও অভিজ্ঞ অধ্যাপকদের কারণে কলেজটি একটি মেধাবি পড়ুয়াদের কাছে একটি আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রথাগত বিষয় ছাড়াও কলেজেBBA ওBCAকোর্সে ভর্তি হওয়ার ব্যবস্থা আছে।
কলেজটির বাণিজ্য বিভাগ বিশেষভাবে উল্লেখযোগ্য। কলা বিভাগে রাষ্ট্র বিজ্ঞান, দর্শণ ও ইংরেজি, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে রসায়ণ, উদ্ভিদ বিদ্যা ও প্রাণি বিজ্ঞান বিশেষভাবে উল্লেখযোগ্য।
কলেজটির প্রাক্তনিদের তালিকায় আছে, শরৎচন্দ্র পণ্ডিত, সৈয়দ হাসান ইমাম ও রাসবিহারী ঘোষের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বরা।
দেখে নেওযা যাক, এই কলেজে কোন কোন বিষয়ে অনার্স পড়া যেতে পারে।
কলা বিভাগ (B.A. Hons.):
বিষয় | পাসে কী কী |
English | Bengali অথবা Sanskrit, History, Pol. Sc. অথবা Philosophy |
বাংলা | Sanskrit অথবা English, Philosophy, Pol. Sc. |
Sanskrit | Bengali অথবা English, History অথবা Pol.Sc., Philosophy |
Hindi | English, Pol.Sc., Philosophy |
History | Pol. Sc., English, Sanskrit, অথবা Bengali |
Pol. Sc. | Sanskrit অথবা Bengali অথবা English, History, Philosophy |
Sociology | Pol.Sc., History, Bengali অথবা English |
Economics | Math., Pol.Sc., Bengali অথবা English |
Geography | Economics, Bengali, Pol.Sc. |
Philosophy | Sanskrit অথবা Bengali অথবা English, History, Pol.Sc. |
Music / Education | প্রথাগত কম্বিনেশন |
বিজ্ঞান বিভাগ (B.Sc. Hons.):
বিষয় | পাসে কী কী |
Physics | Math, Chemistry অথবা Electronics |
Chemistry | Physics, Math |
Math | Physics, Chemistry, Electronics |
Zoology | Chemistry, Botany |
Botany | Chemistry, Zoology |
Electronics | Physics, Math |
Economics | Physics, Math, Statics |
Geography | Economics, Maths, Statics |
*এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি বছরের ভর্তির বিষয়ে কোনও নোটিশ প্রকাশিত হয়নি। ফলে উপরে উল্লিখিত তালিকা পরিবর্তন সাপেক্ষ।