বাংলা নিউজ > কর্মখালি > CTET 2020 Exam Date: ঘোষিত হল শিক্ষক নিয়োগ পরীক্ষার নয়া দিন, বাড়ল কেন্দ্র

CTET 2020 Exam Date: ঘোষিত হল শিক্ষক নিয়োগ পরীক্ষার নয়া দিন, বাড়ল কেন্দ্র

আগামী বছর ৩১ জানুয়ারি পরীক্ষা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গিয়েছিল পরীক্ষা।

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গিয়েছিল কেন্দ্রীয় শিক্ষক নিয়োগের পরীক্ষা (সিটেট)।  সেই পরীক্ষা আগামী বছরের ৩১ জানুয়ারি হবে। এমনটাই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

বুধবার কেন্দ্রীয় বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘গত ৫ জুলাই দেশের ১১২ টি শহরে সিটেটের ১৪ তম সংস্করণ হওয়ার কথা ছিল এবং প্রশাসনিক কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল। এবার সেই পরীক্ষা হবে ২০২১ সালের ৩১ জানুয়ারি। সামাজিক দূরত্ব এবং অন্যান্য সুরক্ষা বিধি বজায় রাখতে এবার দেশের ১৩৫ টি শহরে সেই পরীক্ষা হবে।’

সিবিএসইয়ের আধিকারিকরা জানিয়েছেন, পরীক্ষার শহর পরিবর্তনর জন্য অসংখ্য আবেদন জমা পড়েছিল। কারণ করোনার কারণেই অনেকেই অন্যত্র চলে গিয়েছিলেন। এক উচ্চপদস্থ বোর্ড কর্তা বলেন, ‘কোভিড-১৯-এর কারণে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে প্রার্থীরা যে শহর বেছেছিলেন, তা একবার পরিবর্তন করতে পারবেন। পুরনো শহরের পরিবর্তে এখন যে শহর থেকে পরীক্ষায় বসতে চান, সেই শহরের নাম সংশোধন করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই।’

বন্ধ করুন