ঘোষণা করা হল সেন্ট্রাল টিচার এলিজিবিটি টেস্টের (সিটেট) ফলাফল। যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in এবং সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘১৫ তম সেন্ট্রাল টিচার এলিজিবিটি টেস্টের ফলাফল ঘোষণা করা হল। যা ২০২১ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২১ জানুয়ারি পর্যন্ত হয়েছিল। সিটেটের ওয়েবসাইট ctet.nic.in এবং সিবিএসইয়ের ওয়েবসাইট cbse.nic.in-তে ফলাফল দেখা যাচ্ছে। শীঘ্রই প্রার্থীদের মার্কশিট এবং যোগ্যতা অর্জনের শংসাপত্র DigiLocker-এ আপলোড করা হবে। সিটেট ডিসেম্বর সেশনের অনলাইন আবেদনের সময় প্রার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, তা ব্যবহার করেই তা ডাউনলোড করতে পারবেন।’
বোর্ডের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর সেশনে প্রথম পত্রের পরীক্ষার জন্য ১৮,৯২,২৭৬ জন নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দিয়েছিলেন ১৪,৯৫,৫১১ জন। তাতে ৪,৪৫,৪৬৭ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় পত্রের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১৬,৬২,৮৮৬ জন প্রার্থী। ১২,৭৮,১৬৫ জন পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন ২,২০,০৬৮ জন।
কীভাবে সিটেটের ফলাফল (CTET December Result 2021) দেখবেন?
১) সেন্ট্রাল টিচার এলিজিবিটি টেস্টের (সিটেট) অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-তে যান।
২) 'CTET December Result 2021'-র উপর ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) 'Enter your Roll Number'-এর নীচের ফাঁকা জায়গায় নিজের রোল নম্বর লিখুন। তারপর তা 'Submit' করুন।
সিটেটের ফলাফল (CTET December Result 2021) দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে।