বাংলা নিউজ > কর্মখালি > CU Exam Timetable Changed: কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬টি পরীক্ষার দিন বদল

CU Exam Timetable Changed: কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬টি পরীক্ষার দিন বদল

কলকাতা বিশ্ববিদ্যালয়।

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনের জেরে বদলে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। উপনির্বাচনের কারণে পিছিয়ে গেল হাই মাদ্রাসার পরীক্ষাও।

বদলে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতোকত্তর স্তরের পরীক্ষার সময়সূচি। জানুয়ারির ২৮ তারিখ থেকে ৩ ফেব্রুয়ারি যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলির দিনক্ষণ পালটে গিয়েছে। জানা গিয়েছে, জেইই মেইনস পরীক্ষার জন্য আরও বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্র চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এর প্রেক্ষিতেই আরও বেশি সংখ্যক কলেজে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি বদল হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে জানানো হয়েছে, ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১, ২, ৩ ফেব্রুয়ারির বদলে পরীক্ষাগুলি যথাক্রমে অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৩, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি। (আরও পড়ুন: পুরসভা বলছে জল ফিরবে রবিতে, মেয়র ফিরহাদ বললেন, 'শনিতেই জল ফেরানোর চেষ্টা চলছে')

এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনের জেরে বদলে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। উপ-নির্বাচনের জন্য একটি বিষয়ের পরীক্ষার সূচির হেরফের করা হয়েছে। বাকি সূচি অপরিবর্তিত আছে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দেখা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মিলে গিয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আয়োজন করা হবে। ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার যে সময় এবং পরীক্ষাকেন্দ্র ছিল, তা ১ মার্চের পরীক্ষার ক্ষেত্রেও একই থাকবে।'

আরও পড়ুন: দীর্ঘ ২৩ ঘণ্টা তল্লাশির পর ইডির জালে কুন্তল, চিনার পার্কের ফ্ল্যাট থেকে মিলল কী?

এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কারণে পিছিয়ে গেল হাই মাদ্রাসার পরীক্ষাও। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাগরদিঘির উপনির্বাচনের কারণে সেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। সেদিনের পরিবর্তে পরীক্ষা হবে ৯ মার্চ। তবে দিন বদল হলেও পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হবে না। অপরদিকে আগামী ২৯ জানুয়ারি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, কর্মী ও সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। আপাতত সেই লিখিত পরীক্ষা স্থগিত থাকছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন