আবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় র্যাঙ্কিং অনুযায়ী, এবার কলকাতা বিশ্ববিদ্যালয় দেশে অষ্টম স্থান অধিকার করেছে। তবে গতবারের থেকে কিছুটা নেমে গিয়েছে। গতবার চতুর্থ স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় আছে - কলকাতা এবং যাদবপুর। তবে এবার যাদবপুরের নীচে নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। গতবার চতুর্থ স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
গতবারের থেকে অবশ্য এবারের NIRF Ranking-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্কোর বেড়েছে। গতবার ৬২.০৬ পেয়েছিল। এবার স্কোর দাঁড়িয়েছে ৬২.২৩। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্কোর ৬৫.৩৭ হয়েছে। গতবারের ‘ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬০.৩৩ স্কোর ছিল।
দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং (প্রথম দশ)
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু।
- জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
- জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।
- যাদবপুর বিশ্ববিদ্যালয়।
- অমৃত বিশ্বপীঠ।
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
- মণিপাল অ্যাকাডেমি।
- কলকাতা বিশ্ববিদ্যালয়।
- ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেল্লোর।
- হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।